TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

হ্যারি-মেগানের সন্তান আর্চি যে কারণে ‘প্রিন্স’ উপাধি পায়নি

ব্রিটিশ রাজপরিবারের ইতিহাস প্রায় বারোশ বছরের পুরনো। ব্রিটেনের বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি-দম্পতি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানকে নিয়ে ব্রিটিশ রাজপরিবারে শুরু হয়েছে তোলপাড়।

 

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে এক সাক্ষাৎকারে বর্ণবাদের কারণে তার সন্তানকে ‘প্রিন্স’ উপাধি দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন রাজপরিবারের পুত্রবধূ ডাচেস অব সাসেক্স মেগান মর্কেল।

 

কিন্তু বর্তমানে রাজপরিবারে সরকারিভাবে যারা রাজপুত্র বা রাজকন্যা রয়েছেন তারা হলেন:

 

  • রানির চার সন্তান: প্রিন্স চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যান্ড্রু এবং প্রিন্সেস এডওয়ার্ড।

 

  • রানির নাতি-নাতনি: প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি, প্রিন্সেস ইউজেনি এবং প্রিন্সেস বিট্রিস

 

  • রানির নাতি-নাতনি এবং ভবিষ্যত রাজা প্রিন্স উইলিয়ামের সন্তান: প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট, প্রিন্স লুই।

 

 

প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের ছেলে আর্চি, প্রিন্সেস ইউজেনির ছেলে অগস্ট ব্রুকস ব্যাঙ্ক, জারা টিন্ডাল এবং পিটার ফিলিপসের সন্তান নিয়মানুসারে “রাজপুত্র” বা “রাজকন্যা” উপাধি পাবে না।

 

একমাত্র যুবরাজ জর্জ, রাজার বড় নাতি এবং যার সিংহাসনের উত্তরাধিকার তারাই মূলত রাজপুত্র হওয়ার অধিকারী।

 

তবে জীবনের পরবর্তী সময়ে আর্চির পক্ষে প্রিন্স খেতাব পাওয়া সম্ভব যখন তার দাদা প্রিন্স চার্লস রাজা হবেন। রানি এলিজাবেথের মৃত্যুর পর সরাসরি রাজপুত্রের সন্তান হিসেবে তার নামের পাশে নিয়ম অনুসারেই প্রিন্স যুক্ত হওয়ার কথা।

 

 

সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড

১১ মার্চ ২০২১

এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যে প্রতিকূল আবহাওয়ায় ফ্লাইট স্থগিত

Legal advice by M Salim | 25 January

অনলাইন ডেস্ক

সিলেটের চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধ করতে যাচ্ছে সিসিক

অনলাইন ডেস্ক