8.5 C
London
December 26, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

১ দিনে কতগুলো টুইট পড়া যাবে নির্দিষ্ট করে দিল টুইটার

একদিনে কতগুলো টুইট পড়া যাবে, তা নির্দিষ্ট করে দিল টুইটার। শনিবার দু’টি টুইট করে এমন কথাই জানিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ইলন মাস্ক।
বলেন, টুইটারের তথ্য যেন অপব্যবহার করা না হয়, সেজন্যই এই পদক্ষেপ নিতে হয়েছে।
প্রথম টুইট বার্তায় ইলন মাস্ক জানিয়েছেন, ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা দিনে ছয় হাজার পোস্ট পড়তে পারবেন। ‘আনভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা পারবেন ৬০০টি পোস্ট পড়তে। নতুন যারা অ্যাকাউন্ট খুলবে, তাদের জন্য থাকবে ৩০০ পোস্ট পড়ার সুযোগ।
পরে অবশ্য আর একটি টুইট করে মাস্ক জানান, শিগগির এই সংখ্যাটা যথাক্রমে আট হাজার, ৮০০ ও ৪০০ করা হবে।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে টুইটার কর্তা জানান, শতাধিক সংস্থা ‘ভীষণ আগ্রাসীভাবে’ টুইটারের তথ্য চুরি করছে। এর ফলে মাইক্রো ব্লগিং সাইটটির গ্রাহক পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এর আগে টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এখন থেকে টুইটার অ্যাকাউন্ট না থাকলে আর কেউ টুইট পড়তে পারবেন না। শুক্রবার মাস্ক অবশ্য একে ‘সাময়িক জরুরি পদক্ষেপ’ বলে অভিহিত করেছিলেন। সাম্প্রতিককালে মাস্ক বহু বার চ্যাটজিপিটি-সহ বহু উদ্ভাবনী কাজে টুইটারের তথ্য কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছিলেন।
এম.কে
০২ জুলাই ২০২৩

আরো পড়ুন

পূর্ব লন্ডনে চীনের ‘দূতাবাস’ নিয়ে প্রতিবাদের আশঙ্কাঃ মেট্রোপলিটন পুলিশ

করোনা ভাইরাস নিয়ে প্রচলিত গুজব

পূর্ব লন্ডনে বৃষ্টির জন্য সতর্কতা, হতে পারে বন্যা!