সুইস ন্যাশনাল ব্যাংক জানায়, ২০২২ অর্থবছরে তারা ১৩২ বিলিয়ন সুইস ফ্রাঁ বা ১৪৩ বিলিয়ন ডলার লোকসান গুনেছে। এটি ব্যাংকটির ১১৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ লোকসান। এর আগে ২০১৫ অর্থবছরে হওয়া ২৩ বিলিয়ন ডলার লোকসানই ছিলো সর্বোচ্চ।
বড় ধরণের লোকসানের কারণে ব্যাংকটি সুইস সরকার এবং সদস্য দেশগুলোকে অর্থ প্রদান করতে পারবে না। শেয়ার হোল্ডারদেরও অর্থ দিতে সমস্যা হবে। ২০২১ অর্থবছরে ব্যাংকটি ২৬ বিলিয়ন ডলার মুনাফা করেছিলো।
লোকসানের মধ্যে বৈদেশিক মুদ্রার মজুত হয়েছে ১৩১ বিলিয়ন ফ্রাঁ। নিয়মিত মুনাফার কারণে সুইস ফ্রাঁ সবসময়েই বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রে ছিলো। এই মুদ্রা থেকেও ব্যাংকটির শেষ অর্থবছরে ১ বিলিয়ন ফ্রাঁ লোকসান হয়েছে।
সূত্র: সিএনবিসি