6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

১৬ বছরে আয়ারল্যান্ডে সর্বোচ্চ অভিবাসন

২০০৭ সালের পর গত বছর সবচেয়ে বেশি অভিবাসী এসেছেন আয়ারল্যান্ডে৷ ইউক্রেনীয়দের আগমনের ফলে অভিবাসনের এই চাপ তৈরি হয়েছে দেশটিতে৷

হিসাব বলছে, গত বছরের তুলনায় আয়ারল্যান্ডে অভিবাসনের হার ১.৯ ভাগ বেড়েছে৷ গত এপ্রিল থেকে এ বছর প্রায় ৭৭ হাজার ছয়শ‘ জন অভিবাসী দেশটিতে এসেছেন৷ আগের বছর একই সময়ে ৫১ হাজার সাতশ‘ জন পাড়ি জমান সেখানে৷ ১৯৫১ সালে হিসাব শুরুর পর থেকে কেবল ২০০৭ সালে এর চেয়ে বেশি অভিবাসী এসেছিলেন দেশটিতে৷ সে সময় এক লাখ চার হাজার আটশ‘ জন যুক্ত হন প্রকৃত অভিবাসীর তালিকায়৷

এই নতুন অভিবাসীদের ৪২ হাজার ইউক্রেনীয়৷ জন্মমৃত্যুর হার হিসেবে জনসংখ্যায় যুক্ত হয়েছে নতুন ২০ হাজার জন৷ ফলে এখন আয়ারল্যান্ডের জনসংখ্যা ৫৩ লাখ হয়েছে৷ গত বছর ছিল ৫২ লাখ৷

জনসংখ্যা বাড়ার ফলে চাপ বেড়েছে আবাসনের ওপরও৷ চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে বেড়েছে ভাড়া৷ বেড়েছে গৃহহীন মানুষের সংখ্যা৷

কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলছে, আগামীতে অভিবাসনের হার কমতে পারে৷ ফলে শ্রমশক্তির প্রবৃ্দ্ধি আগের প্রাক্কলিত ৩.৪ ভাগ থেকে কমে ১.৬ ভাগ হবে৷ আয়াল্যান্ডে বেকারত্ব দেশটির ইতিহাসে এখন রেকর্ড কম, যা ৪.১ ভাগের কাছাকাছি৷

এম.কে
২৭ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যের পুলিশ বিভাগ নিয়ে নতুন অভিযোগে আক্রান্ত শেতাঙ্গ পুলিশ অফিসারেরা

হজে গিয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

অনলাইন ডেস্ক

নিজস্ব দাতব্য প্রতিষ্ঠানের জন্য বড় অনুদান নেবেন না প্রিন্স চার্লস