TV3 BANGLA
ইউরোপযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

২০২৩ সালের জন্যে লন্ডন বিশ্বের সেরা শহর মনোনীত

২০২৩ সালে বিশ্বের সেরা শহর হিসেবে দারুণ সূচনা করেছে লন্ডন। ওয়ার্ল্ডস বেস্ট সিটিস.কম-এর বার্ষিক র্যা ঙ্কিং তালিকার শীর্ষে রয়েছে লন্ডন। ক্রমানুসারে এরপরই আছে- প্যারিস, নিউ ইয়র্ক, টোকিও, দুবাই, বার্সেলোনা, রোমা, মাদ্রিদ, সিঙ্গাপুর এবং আমস্টারডাম।

১১ মিলিয়ন জনসংখ্যার শহরটি তার বৈচিত্র্যপূর্ণ রেস্তোরাঁগুলির জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এছাড়াও শহরটির বিলাসবহুল সম্পত্তি বিশ্বের ধনীদের ব্যাপক আকর্ষণ এই র্যা ঙ্কিংয়ে বিশেষভাবে মূল্যয়িত হয়।।

স্থান, পণ্য, প্রোগ্রামিং, জীবনমান, সমৃদ্ধি এবং প্রচার এই ৬টি মানদণ্ডে র্যা ঙ্কিংটি করা হয়। রিয়েল এস্টেট ও ট্যুরিজম কনসালটেন্সি ফার্ম রেজোন্যান্স এর উদ্যোগে এটি পরিচালিত হয় । তারা আর্থিক এবং ব্যবসায়িক বিষয়গুলিকে অধিক গুরুত্ব দিয়ে এটি করে।

দুঃখজনক হলেও সত্যি, যুক্তরাজ্যের লন্ডনই একমাত্র শহর যা শীর্ষ ৫০-এ জায়গা করে নিয়েছে। এছাড়া,২০২২ সালে টাইম আউট ম্যাগাজিন র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা এডিনবার্গও এতে জায়গা পায়নি।

 

আরো পড়ুন

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান, সব ফ্লাইট বন্ধ

ভাড়াটিয়াদের অধিকার বিলের মাঝপথে বিতর্কে জড়িয়ে মন্ত্রিত্ব ছাড়লেন রুশনারা আলি

নিউজ ডেস্ক

ব্রিটেনে বাড়ি কেনায় সুখবরঃ দাম বাড়বে কম, তবে চ্যালেঞ্জ রয়ে গেল