22.4 C
London
August 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

২০২৫ সালে বিশ্বের দুর্বলতম পাঁচ মুদ্রাঃ অবমূল্যায়নের নেপথ্যে সংকট ও কৌশল

বিশ্বজুড়ে ডলার, ইউরো কিংবা পাউন্ডের মতো শক্তিশালী মুদ্রা থাকলেও, বেশ কয়েকটি দেশের মুদ্রা অবমূল্যায়নের কারণে কার্যত আন্তর্জাতিক বাজারে অচল হয়ে পড়েছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক ধস, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অতিরিক্ত ঋণ—এই সবকিছু মিলিয়েই কয়েকটি মুদ্রা এখন বিশ্বের সবচেয়ে দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে।

লেবানিজ পাউন্ড (LBP)

লেবাননের অর্থনীতি দীর্ঘদিন ধরেই ধসে পড়েছে। ব্যাংকিং সেক্টরের ভেঙে পড়া এবং রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটি ভয়াবহ হাইপারইনফ্লেশনের মুখে। বর্তমানে এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ৯০ হাজার লেবানিজ পাউন্ড, যার আন্তর্জাতিক কোনো মূল্য নেই।

ইরানিয়ান রিয়াল (IRR)

ইরানের মুদ্রার অবস্থাও কম খারাপ নয়। বর্তমানে এক ডলারের বিপরীতে প্রায় ৪২ হাজার রিয়াল পাওয়া যায়। বছরের পর বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান আন্তর্জাতিক বাণিজ্য থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে সাধারণ ইরানিদের জন্য আমদানিকৃত পণ্য ভয়াবহভাবে ব্যয়বহুল হয়ে গেছে।

ভিয়েতনামিজ ডং (VND)

ভিয়েতনামের মুদ্রা ডং-এর মূল্য আন্তর্জাতিকভাবে দুর্বল হলেও এর পেছনে ভিন্ন কারণ রয়েছে। বর্তমানে এক ডলারের বিপরীতে প্রায় ২৫,৬০০ ডং পাওয়া যায়। তবে এটি মূলত সরকারের পরিকল্পিত নীতি—রপ্তানি প্রতিযোগিতা বাড়ানোর জন্য ডংকে ইচ্ছাকৃতভাবে কম মূল্যমানের রাখা হয়েছে।

সিয়েরা লিওনিয়ান লিওন (SLL)

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের লিওনও বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রা। এক ডলারের বিপরীতে প্রায় ২২,৫০০ লিওন পাওয়া যায়। রাজনৈতিক অস্থিরতা, খনিজ রপ্তানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং দুর্বল অবকাঠামো—সব মিলিয়ে মুদ্রাটি কখনোই শক্ত অবস্থান গড়তে পারেনি।

লাওস কিপ (LAK)

এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রা হলো লাওসের কিপ। এক ডলারের বিপরীতে প্রায় ২১,৮০০ কিপ পাওয়া যায়। দেশটি ব্যাপক ঋণগ্রস্ত, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর কাছে। প্রাকৃতিক সম্পদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ও সীমিত অর্থনৈতিক বৈচিত্র্যের কারণে মুদ্রার দুর্বলতা কাটেনি।

ইন্দোনেশিয়ান রুপিয়া (IDR)

অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়ার রুপিয়া দুর্বল তালিকায় রয়েছে। বর্তমানে এক ডলারের বিপরীতে প্রায় ১৬,৫০০ রুপিয়া পাওয়া যায়। ১৯৯০-এর দশকের এশীয় অর্থনৈতিক সংকটের পর থেকে মুদ্রাটি কখনোই আন্তর্জাতিকভাবে শক্ত অবস্থানে ফিরতে পারেনি।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

এম.কে
২২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

আফগানিস্তানে নারীদের পোশাক বানাতে পারবে না পুরুষ দর্জি

নিউজ ডেস্ক

মানবপাচার মোকাবিলায় ইরাক-ব্রিটেন চুক্তি

বিশাল সোনার খনি বিক্রি করে দিচ্ছে পাকিস্তান!