TV3 BANGLA
আন্তর্জাতিক

২০২৫ সালের দ্বিতীয় সুপারমুনঃ ইতিহাসের মতো বড় চাঁদ দেখার সুযোগ

বুধবার, ৫ নভেম্বর, বনফায়ার নাইটের সাথে মিলিত হবে ২০২৫ সালের ধারাবাহিক তিনটি সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি। যুক্তরাজ্যে এই সময় পূর্ণ বিয়ারভর মুন প্রায় ১৫:৫৫ মিনিটে উদিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি এই বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল চাঁদ হবে। তবে আকাশে প্রচুর মেঘ থাকায় সব স্থানে সুপারমুন দেখা নাও যেতে পারে।

চাঁদ পৃথিবীর চারপাশে নিখুঁত বৃত্তাকার না ঘুরে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়। তাই চাঁদের দূরত্ব প্রতিদিন সমান থাকে না। নিকটতম অবস্থায় (পেরিজি) চাঁদ পৃথিবী থেকে প্রায় ২২০,০০০ মাইল দূরে থাকে, আর সবচেয়ে দূরে (অ্যাপোজি) প্রায় ২৫০,০০০ মাইল। যদি পূর্ণ চাঁদ পেরিজির কাছাকাছি থাকে, তখন সেটি সুপারমুন হিসেবে পরিচিত হয়। নভেম্বরের বিয়ারভর মুন এই বছরের পৃথিবীর সবচেয়ে কাছের পূর্ণ চাঁদ হিসেবে উজ্জ্বল ও বড় মনে হবে।

প্রতি মাসের পূর্ণ চাঁদের বিশেষ নাম থাকে যা সেই সময়ের প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত। নভেম্বরের ‘বিয়ারভর মুন’ নামের উৎপত্তি বিভিন্ন সংস্কৃতিতে পাওয়া যায়, নেটিভ আমেরিকান উপজাতি থেকে শুরু করে প্রাথমিক ইউরোপীয় বসতি পর্যন্ত। এটি সেই সময় যখন বিয়ারভররা বাঁধ তৈরি করে এবং শীতের জন্য খাদ্য সঞ্চয় করে। যুক্তরাজ্যে বিয়ারভরদের ১৬শ শতকে তাদের লোমের জন্য নিধন করা হয়েছিল, তবে সম্প্রতি পুনঃপ্রকৃতি প্রকল্পের মাধ্যমে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে পুনঃপ্রবর্তন করা হচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বুধবার সন্ধ্যা সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। ওয়েলস, উত্তর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। দক্ষিণ ইংল্যান্ডে মেঘের ফাঁক দেখা দিতে শুরু করবে, যা ধীরে ধীরে মিডল্যান্ডস এবং ওয়েলসে ছড়িয়ে পড়বে। যারা এইবার চাঁদ দেখতে পারবে না, তাদের জন্য বছরের শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

হ্যারি পটার বইয়ের বিরল সংস্করণ, নিলামে বিক্রি হল ৩৬ হাজার পাউন্ডে

রুমানিয়ার সীমান্তে বাংলাদেশিসহ ১১৬ জন গ্রেফতার

এবার গোসলের পানি ব্যবহারের সীমা তুলে নিলেন ট্রাম্প