আন্তর্জাতিক ভ্রমণ স্বাধীনতার ভিত্তিতে প্রস্তুত করা হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫ সালের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে। প্রতি বছর চারবার প্রকাশিত এই তালিকার সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয় ১৬ অক্টোবর। বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন, সেই তথ্য আন্তর্জাতিক বিমান সংস্থার (IATA) ডেটার ওপর ভিত্তি করে বিশ্লেষণ করে এই র্যাঙ্কিং তৈরি করা হয়।
২০২৫ সালের সর্বশেষ হেনলি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বর্তমানে ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, যার নাগরিকরা ১৯০টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। তৃতীয় স্থানে রয়েছে জাপান, যাদের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পান।
হেনলি ইনডেক্সে এবারে যুক্তরাজ্যের অবস্থান ৬ নম্বর থেকে নেমে ৮ নম্বরে এসেছে। যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা বর্তমানে ১৮৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পাসপোর্ট এ বছর প্রথমবারের মতো শীর্ষ ১০ তালিকার বাইরে, ১২তম স্থানে নেমে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের ভিসামুক্ত প্রবেশাধিকারে ধারাবাহিকভাবে পতন লক্ষ্য করা যাচ্ছে।
এবারের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০০তম। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে নিচের দিকে।
তালিকার একেবারে সর্বশেষ স্থানে রয়েছে আফগানিস্তান, ১০৬তম অবস্থানে, যার নাগরিকরা মাত্র অল্প কয়েকটি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
১৯ অক্টোবর ২০২৫