13.3 C
London
December 19, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

২০৫০ সালের মধ্যে তেল-গ্যাস শূন্য সুইজারল্যান্ড

পরিবেশ বাঁচাতে নতুন জলবায়ু বিলের পক্ষে রায় দিয়েছে সুইজারল্যান্ডের সাধারণ মানুষ। এই বিলে ২০৫০ সালের মধ্যে সুইজারল্যান্ডে পেট্রোল-ডিজেলের ব্যবহার পুরোপুরি বন্ধ করার কথা বলা হয়েছে।

অর্থাৎ ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য করার কথা বলা হয়েছে। সেই সময় পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য শক্তির ওপর নির্ভরশীল হবে দেশটি।

উষ্ণায়নের ফলে সুইজারল্যান্ডে আল্পস হিমবাহের বরফ গলছে। পরিবেশগত বিপর্যয়ের সামনে থাকা দেশটি প্রস্তাবিত বিল নিয়ে গণভোটের আয়োজন করে।

৫৯ দশমিক ১ শতাংশ মানুষ এই বিলের পক্ষে রায় দিয়েছেন। দক্ষিণপন্থী সুইস পিপলস পার্টি ছাড়া বাকি সব রাজনৈতিক দল বিলের পক্ষে ছিল।

সুইজারল্যান্ডে তেল ও গ্যাসের প্রায় পুরোটাই আমদানি করতে হয়। এই অনেকটাই আসে রাশিয়া থেকে।

বিলে বলা হয়েছে, তেল ও গ্যাসের বদলে বিকল্প শক্তির পথে হাঁটবে সুইজারল্যান্ড। সেজন্য আগামী এক দশকে দুইশ কোটি সুইস ফ্রাঁ খরচ করা হবে। পুরোপুরি গ্রিন এনার্জির দিকে ঝুঁকবে দেশটি।

হিমবাহ বিশেষজ্ঞ ম্যাথিয়াস হাস টুইট করে বলেছেন, আমার ভালো লাগছে যে, মানুষ পরিবেশ বাঁচানোর পক্ষে রায় দিয়েছে। পরিবেশবিজ্ঞানীদের কথা শুনেছে তারা।

এম.কে
১৯ জুন ২০২৩

আরো পড়ুন

উত্তর আয়ারল্যান্ডে ৬০০ পাউন্ড এনার্জি বিল সাপোর্ট নিশ্চিত করলো সরকার

চীনের বিদ্যালয়ে এআই শিক্ষা চালু

রানির শেষকৃত্য: বিশ্বনেতাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন এবং পাননি যারা

অনলাইন ডেস্ক