5 C
London
January 17, 2025
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলা হতে তারেক রহমানের অব্যাহতি, লন্ডনে মিষ্টি বিতরণ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ সব আসামি খালাস ঘোষণার পর রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে মিষ্টি বিতরণ করেন যুক্তরাজ্য যুবদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অন্যতম নেতা আবু মোহাম্মদ নিপার, ইঞ্জিনিয়ার এসোসিয়শন অব বাংলাদেশ (এ্যাব) এর অন্যতম নেতা ইঞ্জিনিয়ার ইমরানুল হক, যুক্তরাজ্য যুবদলের অন্যতম সিনিয়র নেতা রাসেল মিয়া, ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকের সভাপতি রুবেল আহমেদ, সেক্রেটারী এ এইচ আফজাল সাংগঠনিক সম্পাদক এস রহমান রাব্বি, সহ সাংগঠনিক সম্পাদক জাবের আহমেদ প্রমুখ।

রবিবারের রায়কে সত্যের বিজয় বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য বিগত সরকার মিথ্যা মামলা করে সাজানোর সাক্ষীর ভিত্তিতে অন্যায় রায় দিয়েছিলো।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এ-সংক্রান্ত মামলা দুটির (হত্যা ও বিস্ফোরক) নতুনভাবে তদন্ত শুরু করে। ২০০৮ সালে ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আওয়ামী লীগ সরকার আমলে মামলার অধিকতর তদন্ত হয়। এরপর তারেক রহমানসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। সাজানো এই মামলা দিয়ে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে সচেষ্ট ছিল আওয়ামীলীগ বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এম.কে
০৩ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ব্রিটিশ যুবকের প্রাণ বাঁচিয়ে হিরো বনে গেলেন বাংলাদেশি ছাত্র!

ব্রিটেনে করোনায় একদিনে ৫ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশি আন্তর্জাতিক ভ্রমণকারীরা দুর্বল পাসপোর্টের কারণে হয়রানির শিকার

অনলাইন ডেস্ক