13.3 C
London
December 19, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

৩ মাসে রেকর্ডসংখ্যক অভিবাসীর প্রবেশ কানাডায়

কানাডার সরকারি পরিসংখ্যান দপ্তর স্ট্যাটিসটিক্স কানাডা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে, ‘ত্রৈমাসিক ভিত্তিতে এর আগে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসীর আগমন ঘটেছিল ১৯৫৭ সালে। ঐ বছর ১ এপ্রিল থেকে ১ জুলাই পর্যন্ত ১ লাখ ৯৮ হাজার অভিবাসী প্রবেশ করেছিলেন। এতদিন পর্যন্ত সেটিকেই রেকর্ড হিসেবে বিবেচনা করা হতো।’

চলতি ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ১ জুলাই পর্যন্ত কানাডায় ১ লাখ ৩০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন— উল্লেখ করে বিবৃতিতে স্ট্যাটিকটিক্স কানাডা আরও জানিয়েছে, চলতি বছর কানাডার মোট জনসংখ্যা ৪ শতাংশ বেড়েছে এবং এক্ষেত্রে অভিবাসীদের দায় ৯৬ শতাংশ। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো ব্যতীত প্রায় সব প্রদেশেই জনসংখ্যা বেড়েছে।

প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়তন ৯৯ লাখ ৮৪ হাজার ৬৭০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা মাত্র ৪ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৩৯৬ জন। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় কানাডায় অভিবাসন সহজ এবং পড়াশোনা ও উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ কানাডায় পাড়ি জমান।

সূত্রঃ পিটিআই

এম.কে
২০ ডিসেম্বর ২০২৩

 

আরো পড়ুন

মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা

এবার বাংলাদেশে লাভের হিসাব কষছেন ভারতের রাজনীতিবিদরা!

হিটলারের বাড়িতে পুলিশকে দেওয়া হবে মানবাধিকার প্রশিক্ষণ