চীনের গবেষকরা সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সরঞ্জাম তৈরি করেছে যা পাঁচ ঘণ্টার কম সময়ে একটি কার্যকরী কম্পিউটারের নকশা তৈরি করতে সক্ষম। বলা হচ্ছে, মানুষের একটি দলের চেয়ে প্রায় ১ হাজার গুণ দ্রুত সময়ের মধ্যে এ কাজটি করতে পেরেছে এআই।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাঁচটি ভিন্ন প্রতিষ্ঠানের ১৯ জন কম্পিউটার বিজ্ঞানী এই এআই সরঞ্জাম নিয়ে গবেষণা করেছেন। তাদের উদ্দেশ্য ছিল, মানুষের মতোই এআইও যে কম্পিউটার চিপ তৈরি করতে সক্ষম তা প্রমাণ করা।
এ সংক্রান্ত গবেষণাপত্রে বিজ্ঞানীরা বলেন, নকশা করার ক্ষমতা মানুষকে প্রাণি ও অন্যান্য প্রথাগত যন্ত্র থেকে আলাদা করে দেয়। তবে যন্ত্রের মানুষের মতো বা তার চেয়ে দ্রুত নকশা করার ক্ষমতা দীর্ঘ সধনার ফল।
গবেষকরা আরও বলেন, মানবজাতির ডিজাইন করা বিশ্বের সবচেয়ে জটিল ডিভাইসগুলোর মধ্যে একটি হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) বা কম্পিউটারের মস্তিষ্ক। এটি নকশা করার জন্য একটি নতুন এআই পদ্ধতি আমরা বানিয়েছি। যা ৯৯ দশমিক ৯৯ শতাংশ সঠিক ফলাফল প্রদর্শন করেছে।
এম.কে
০৮ জুলাই ২০২৩