20.1 C
London
August 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

৫১৭ মিলিয়ন ক্ষতির মুখে আরো দোকান বন্ধ করবে জন লুইস

মহামারিতে প্রায় ৫১৭ মিলিয়ন পাউন্ড লোকসানের ঘোষণা দিয়েছেন গ্রেট ব্রিটেন ডিপার্টমেন্ট স্টোর চেইন জন লুইস। লকডাউন শেষ হয়ে গেলে তাদের আরো কিছু দোকান বন্ধের ব্যাপারে সতর্ক করেছে এই ব্র্যান্ড।

 

এই ব্র্যান্ডের চেয়ারম্যান শ্যারন হোয়াইট বলেন, আক্ষেপের বিষয় হচ্ছে আমরা লকডাউন শেষে আমাদের জন লুইসের দোকানগুলো আবার চালু করার প্রত্যাশা করছি না। স্থায়ীভাবে আরো বেশি দোকান বন্ধ করতে হবে বলেও জানান তিনি।

 

জন লুইস কর্মীদের সতর্ক করেছে, এটি তাদের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং বছর।

 

করোনা ভাইরাস লকডাউনের কারণে এই ডিপার্টমেন্টাল স্টোর চেইনের দোকানগুলো দীর্ঘকাল ধরে বন্ধ রয়েছে। এই কারণে বিশাল ক্ষতির মুখে পড়েছেন তারা।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) ঘোষণায় একথা জানান এই ডিপার্টমেন্টাল স্টোর চেইনের চেয়ারম্যান শ্যারন হোয়াইে। কিন্তু লকডাউনের পরে তাদের ৪২টি দোকানের ভিতরে কয়টি বন্ধ হয়ে যাবে তা জানা যায়নি। মার্চ মাসের শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

 

ঘোষণায় বলা হয় মহামারিতে প্রায় ৫১৭ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে তাদের।

 

সূত্র: ইন্ডিপেনডেন্ট
১১ মার্চ ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্য ইউরোপীয় বাণিজ্য অঞ্চলে যোগ দিতে পারেঃ যুক্তরাজ্যের বানিজ্য সচিব

মৃত্যুর সময় প্রিন্স ফিলিপের পাশেই ছিলেন রানি

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্টুডেন্ট লোনের নামে চলছে জালিয়াতি – ওয়াচডগ

নিউজ ডেস্ক