বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনার ব্রাজিলিয়ান স্ট্রেন অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে।
ব্রাজিল এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে করোনা ভাইরাসের এই রূপটি আগের সংস্করণগুলোর চেয়ে বেশি সংক্রমক। উপযুক্ত পরিবেশ পেলে দ্রুত হারে ছড়িয়ে পড়তে পারে এটি।
ব্রাজিল এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা অনুমান করেছেন, ‘পি ১’ নামে পরিচিত করোনা ভাইরাসের ব্রাজিলিয়ান স্ট্রেনটি অ্যামাজন শহর থেকে বিস্তার লাভ করেছে। এটি পূর্ববর্তী করোনা ভাইরাসের সংস্করণগুলোর চেয়ে ১.৪ থেকে ২.২ গুণ বেশি সংক্রমণযোগ্য।
এই স্ট্রেনটি সম্প্রতি যুক্তরাজ্যের ব্রাজিল থেকে ফিরে আসা লোকদের মধ্যে সনাক্ত করা হয়েছে।
গবেষকরা করোনা ভাইরাসের এই নতুন রূপটির সম্পর্কে সতর্ক করেছেন সরকারকে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ প্রফেসর ক্রিস্টোফ ফ্রেজার বলেন, ‘পি-১’ স্ট্রেনটি যাদের সংক্রামিত করেছে তাদের দ্রুত খুঁজে বের করতে হবে। আমরা এখনো জানি না এই স্ট্রেনের বিরুদ্ধে আমাদের ভ্যাকসিনগুলো কাজ করবে কিনা।
তিনি আরো বলে, দীর্ঘমেয়াদে আমাদের ভ্যাকসিনগুলো আপডেট করতে হতে পারে, তবে আমরা গ্রীষ্মের আগে ভ্যাকসিনগুলো আপডেট করতে চাই না।
সূত্র: বিবিসি
২ মার্চ ২০২১
এসএফ