2.7 C
London
January 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

অনলাইনে অর্ডার করা খাবার বাড়িতে পৌঁছে দিচ্ছে রোবট!

রোবট নিয়ে খাবার বা গ্রোসারি বাজার ডেলিভারি করার পরিকল্পনা যুক্তরাজ্য লিডস সিটি কাউন্সিলের। লিডসের আদেল ও টিনশেল এলাকায় প্রায় বিশ হাজার বাসিন্দাদের বসবাস। বাসিন্দাদের গ্রোসারি ডেলিভারির প্রয়োজনে গত নভেম্বর মাস হতে কাউন্সিল এই রোবট সার্ভিস চালু করেছিল। রোবটগুলো নেভিগেশনের মাধ্যমে ফুটপাত দিয়ে নির্দিষ্ট বাসাবাড়িতে ডেলিভারি দিতে সক্ষম।

লিডস সিটি কাউন্সিল আগামী জুন মাস পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যেতে চায়। কর্তৃপক্ষের মতে কাউন্সিলের এই সিদ্ধান্ত কার্বন নিঃসরণ হ্রাস করতে সহায়তা করেছে কিনা তা বুঝতে প্রকল্পের মেয়াদ বাড়ানো হতে পারে। রোবট দিয়ে করা গ্রোসারি ডেলিভারি কার্যক্রম নিয়ে পজেটিভ মন্তব্য করেছেন লিডসের বাসিন্দারা।

৪৩২ জনের এক সমীক্ষায় দেখা গেছে লিডস কাউন্সিলের প্রায় ৪০% বাসিন্দা রোবট দ্বারা ডেলিভারি সার্ভিস ব্যবহার করেছেন।

এই প্রকল্পটি লিডস কাউন্সিল কো-অপ এবং স্টারশিপ টেকনোলজিসের সাথে মিলিতভাবে শুরু করেছে। রোবটগুলি হালকা ওজনের এবং ঘন্টায় এর গতি প্রায় ৬ কিঃমি।

তবে অনেকেই মনে করছেন রোবটের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার সুযোগ যত বাড়বে, ততই কর্মী নির্ভরতা কমবে। ফলে আরও বেশি মুনাফা হবে সংস্থার কিন্তু চাকুরী হারাবে অনেক ডেলিভারি কর্মীরা।

আরো পড়ুন

ব্রিকলেনের দেয়ালে চীনা রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্ক

এবার রাশিয়ার কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত!

যে কারণে পাকিস্তানের জাতীয় সঙ্গীত চলাকালে দাঁড়াননি আফগান কূটনীতিক