যুক্তরাজ্যে আসা অপরাধী এবং ব্যর্থ আশ্রয়প্রার্থীদের গ্রহণ করার ক্ষেত্রে সহযোগিতার স্তরের উপর ভিত্তি করে দেশগুলোর জন্য ‘লিগ টেবিল’ তৈরি করবেন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল।
দ্য টাইমস জানায়, যারা তাদের নিজস্ব বিদেশি অপরাধী এবং অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্যে অবস্থানে সে দেশের সরকারের আপত্তি থাকলে, তাদের সাথে স্বতন্ত্র ফেরত চুক্তিতে সম্মত হওয়ার জন্য দেশগুলোকে চাপ দেওয়ার জন্য টেবিলটি ব্যবহার করা হবে।
টাইমস আরো জানায়, গত মঙ্গলবার কার্যকর হওয়া জাতীয়তা এবং সীমান্ত আইন (NABA) এর মাধ্যমে উপলব্ধ ক্ষমতা স্বরাষ্ট্র সচিবকে সেইসব দেশের নাগরিকদের জন্য ভিসার আবেদন স্থগিত করতে, তাদের আবেদনের উপর ১৯০ পাউন্ড সারচার্জ আরোপ করতে, বা ভিসা প্রক্রিয়াকরণের সময় বাড়াতে অনুমতি দেবে।
টেবিলটি সেই দেশগুলিকে দেখাবে, যেমন আলবেনিয়া, নাইজেরিয়া এবং পোল্যান্ড ইত্যাদি, যারা অপরাধী এবং ব্যর্থ আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে নিতে আরও বেশি ইচ্ছুক।
টাইমস জানিয়েছে, ভিসা জরিমানা অধ্যয়ন, কাজ, ভিজিটর এবং সেটেলমেন্ট ভিসাসহ ভিসা পরিষেবার সমস্ত দিকগুলিতে প্রযোজ্য হবে।
৬ জুলাই ২০২২
এনএইচ