TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অষ্টম সন্তানের বাবা হতে যাচ্ছেন বরিস জনসন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন অষ্টম সন্তানের বাবা হতে যাচ্ছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে এ খবর জানান তার স্ত্রী ক্যারি জনসন।

এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান- তিন বছর বয়সী উইলফ ও দুই বছরের রোমি। ক্যারি জানান, কয়েক সপ্তাহের মধ্যে মা হতে যাচ্ছেন তিনি।

মেরিনা হুইলারের সঙ্গে প্রাক্তন সংসারে বরিস জনসনের চার সন্তান রয়েছে। এছাড়া প্রেমের সম্পর্ক সূত্রে আরেক সন্তানের বাবা তিনি।

২০২১ সালের মে মাসে বিয়ে করেন বরিস ও ক্যারি।
বরিস জনসন গত বছরের সেপ্টেম্বরে ডাউনিং স্ট্রিট ছাড়েন। প্রায় ২০০ বছর ইতিহাসে এই অফিসে দায়িত্ব পালনকালে বিয়ের পিড়িতে বসা প্রথম প্রধানমন্ত্রী তিনি।

এটি ছিল তার তৃতীয় বিয়ে। এর আগে মেরিনা হুইলারের সঙ্গে ২০২০ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। আর প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সঙ্গে কোনো সন্তান ছিল না।

 

 

আরো পড়ুন

হোম অফিসের আবাসন পরিকল্পনায় £১০০ মিলিয়ন অপচয়ঃ ওয়াচডগের রিপোর্ট

বিশ্ববিখ্যাত আইফোন হ্যাকারকে টুইটারে নিয়োগ

সদস্যপদ না দিলেও ইউক্রেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে ইইউ