TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

অ্যাসাইলামপ্রার্থীদের অধিকার রক্ষায় ইইউ-এর নতুন দপ্তর

ইউরোপের দেশগুলোতে আসা আশ্রয়প্রার্থীদের আশ্রয়ের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে একটি নতুন দপ্তর চালু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)৷ ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) নামে নতুন এ দপ্তরটি ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য আশ্রয়প্রদান বিষয়ে একটি সমন্বিত ব্যবস্থা চালু করতে কাজ করবে বলে জানিয়েছে ইনফো মাইগ্রেন্টস৷

 

ইনফো মাইগ্রেন্টসের খবরে বলা হয়, বুধবার (১৯ জানুয়ারি) থেকে কাজ শুরু করেছে নতুন এ দপ্তরটি৷ এর আগে ইউরোপিয়ান অ্যাসাইলাম সাপোর্ট অফিস (ইএএসও) নামে একটি দপ্তর আশ্রয়ের অধিকারের বিষয়টি দেখভাল করত৷ ২০১১ সালে চালু হওয়া এ দপ্তরের কার্যক্রম অনেক সীমিত ছিল বলে জানা গেছে৷

নতুন চালু হওয়া ইইউএএ-এর নির্বাহী পরিচালক নিনি গ্রেগরি বলেন, দপ্তরটি এখন থেকে জোটের দেশগুলোকে আশ্রয়প্রদান বিষয়ে অধিকতর সহায়তা প্রদান করতে পারবে৷

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার গ্রিলান ট্রিগু নতুন দপ্তর গঠনের এ উদ্যোগকে স্বাগত জানান৷

 

জানা গেছে, ১৭২ মিলিয়ন ইউরো বাজেটের নতুন এ দপ্তরে বর্তমানে নিয়োজিত পাঁচশ কর্মকর্তার পাশাপাশি জোটভুক্ত বিভিন্ন দেশের আরো পাঁচশ কর্মকর্তাকে ‘রির্জাভ পুলে’ রাখা হবে৷

 

২৩ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

প্রথমবার ইউরো জিতবে ইংল্যান্ড? নাকি ৫৩ বছর পর ট্রফি পুনরুদ্ধার করবে ইতালি?

পাসপোর্টে ভুল সংশোধনের দাবিতে বিক্ষোভ

স্টুডেন্ট ভিসার নামে যেভাবে চলছে ভয়াবহ প্রতারণা

অনলাইন ডেস্ক