TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অ্যাসাইলাম প্রার্থীদের সুরক্ষায় হোম অফিসকে পদক্ষেপ নেওয়ার আহ্বানঃ এনজিও গ্রুপ

যুক্তরাজ্যের এনজিওগুলো জানিয়েছে, পুরো দেশের আশ্রয়কেন্দ্রের সুরক্ষা নীতিমালা উন্নত করা প্রয়োজন। কারণ আশ্রয়কেন্দ্রে ভুক্তভোগীরা একাধিক হামলা এবং বর্ণবিদ্বেষী ঘটনার শিকার হয়েছেন।

হোম অফিস পরিচালিত অ্যাসাইলাম প্রার্থীদের আবাসনে সহিংসতা এবং বর্ণবিদ্বেষমূলক ঘটনার পর যুক্তরাজ্যের সুরক্ষা নীতিমালার উন্নতির দাবি জানালো এনজিওগুলো।

বর্ণবিদ্বেষমূলক ঘটনাগুলোর মধ্যে রয়েছে এসেক্সের একটি ছোট এলাকায় অ্যাসাইলাম প্রার্থীদের উপর ২০টি হামলার ঘটনা। তাছাড়া আরেকটি ঘটনায় একজন আশ্রয়প্রার্থীকে ছুরি দেখিয়ে হুমকি দেওয়া হয়। যিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে যৌথ অ্যাসাইলাম আবাসনে স্থানান্তরিত হয়েছেন। এছাড়াও, মুসলিম বাসিন্দাদের খাবারের উপর বেকনের স্লাইস রাখা হয়েছিল বলে জানা যায়।

এনজিওগুলো বলছে, হোম অফিস যথাযথ ঝুঁকি মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছে, যা অ্যাসাইলাম প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরিহার্য।

সম্প্রতি ছুরি দিয়ে হুমকির শিকার এক অ্যাসাইলাম প্রার্থী দ্য গার্ডিয়ান-কে বলেন: “আমি ভেবেছিলাম, এই লোক আমাকে মেরে ফেলবে। অবশেষে হোম অফিস আমাকে অন্যত্র স্থানান্তর করতে রাজি হয়েছে, কিন্তু আমি ঘুমাতে পারি না, কারণ চোখ বন্ধ করলেই সেই ছুরির দৃশ্য দেখতে পাই।”

একই বাড়িতে আরেকজন, যিনি হুমকির শিকার হয়েছেন, হোম অফিসের কাছে তাকে নিরাপদ জায়গায় স্থানান্তরের জন্য জরুরি আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।

তিনি বলেন, “আমি খুব ভীত। আগে কখনও এমন সমস্যা হয়নি। এই লোকটি আমাদের বলেছে, সে মাদকের সঙ্গে জড়িত এবং কারাগার থেকে মুক্তি পেয়েছে। সে চেয়েছিল, আমরা মাদক সরবরাহ করি, কিন্তু আমরা অস্বীকার করেছি। কয়েকদিন আগে ঘুম থেকে উঠে দেখি আমাদের খাবারের উপর বেকনের স্লাইস রাখা। এটি মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ।”

রিফিউজি, অ্যাসাইলাম সিকার অ্যান্ড মাইগ্র্যান্ট অ্যাকশন ইন এসেক্স-এর পরিচালক মারিয়া উইলবি বলেন, তিনি হোম অফিসের কাছে বারবার এই ধরনের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “কোনও ব্যক্তিকে হোম অফিস পরিচালিত আবাসনে রাখা উচিত নয় যদি সুরক্ষা নিশ্চিত করার জন্য কঠোর নিয়ম না থাকে।”

ন্যাকম (নো অ্যাকোমোডেশন নেটওয়ার্ক)-এর পরিচালক ব্রিজেট ইয়ং, যারা অভিবাসীদের আবাসন সমস্যা নিয়ে কাজ করেন, বলেন: “যে কোনও সংস্থার মধ্যে অ্যাসাইলাম আবাসন প্রদান করার সময় শক্তিশালী সুরক্ষা প্রক্রিয়া থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“আমরা জানি যে অ্যাসাইলাম প্রার্থীরা প্রায়শই জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা ও ট্রমা মোকাবিলা করেন এবং এর ফলে তাদের বিশেষ সহায়তার প্রয়োজন হতে পারে। তাই তাদের কেবল সম্মানজনক এবং স্থিতিশীল আবাসনেই রাখা নয় বরং তাদের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমর্থনেরও প্রয়োজন।”

অ্যাসাইলাম ম্যাটার্স-এর ক্যাম্পেইন প্রধান ন্যাথান ফিলিপস বলেন, “এই ঘটনাটি হোম অফিসের সুরক্ষা ও ঝুঁকি মূল্যায়ন নীতিমালার ব্যর্থতার বাস্তব ও ক্ষতিকর পরিণতির একটি উদাহরণ। বিশেষত যখন তাদের আবাসনে থাকা ব্যক্তিদের অতীত সম্পর্কে তথ্য রয়েছে।”

যে আবাসনে ছুরির ঘটনা ঘটেছে, সেটি পরিচালনা করে ক্লিয়ারস্প্রিংস রেডি হোমস। এই প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেছেন, “ আবাসন ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ থাকলে এই বিষয় হোম অফিসে উত্থাপন করা উচিত।”

একজন হোম অফিসের মুখপাত্র বলেন: “ব্যক্তিগত ঘটনাগুলি নিয়ে মন্তব্য করা আমাদের সরকারি নীতিতে গ্রহনযোগ্য নয়। যেখানে উদ্বেগ বা সমস্যা উত্থাপিত হয়, আমরা সেখানে সরবরাহকারীদের সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করি। আমরা নিশ্চিত করি আমাদের সহায়তায় থাকা ব্যক্তিদের নিরাপত্তা যাতে সুরক্ষিত থাকে।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২২ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনঃ রাশিয়া

লন্ডনে ২৪ ঘণ্টায় ৩ খুন

অনলাইন ডেস্ক

ব্রিটেনে গত দুই বছরে খাদ্য পণ্যের দাম শতকরা ১৭৫ ভাগ বেড়েছে