পছন্দের ব্র্যান্ডের না হওয়ায় চুরি করা মোবাইল ফোন মালিককে ফেরত দিয়ে গেছে চোর! গত মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক দম্পতির সঙ্গে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম কেএটিভি।
ভুক্তভোগী নারী সাংবাদিককে জানান, তিনি সকালে কাজ শেষে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। তার স্বামী গাড়ি পার্ক করে বাসায় ফেরার সময় মুখোশ পরা অস্ত্রধারী দুই ব্যক্তি তার স্বামীর দিকে এগিয়ে আসে। অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তিরা তার স্বামীর পকেটে থাকা সবকিছু নিয়ে নেয়। এমনকি তাদের গাড়ির চাবি নিয়ে গাড়িটি রাস্তার পাশে রাখে।
চোরেরা তার স্বামীর মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। কিন্তু কিছুক্ষণ পর এসে ফোনটি ফেরত দিয়ে যায়। তারা জানায় মনমতো ব্র্যান্ডের না হওয়ায় এই ফোন তারা নেবে না! চোরদের একজন বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িতে ছিল।
নারীটি গণমাধ্যমকে বলেন, ‘ওরা মোবাইল ফোনটি দেখে বলে, এটা অ্যান্ড্রয়েড? আমরা এটা চাই না। আমি ভেবেছি এটা আইফোন!’
মেট্রোপলিটন পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ বছর এমন চুরি–ডাকাতির ঘটনা ৭০ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান বলছে, এর সঙ্গে খুনের ঘটনাও বেড়েছে ৩২ শতাংশ এবং আগ্নেয়াস্ত্রসহ হামলার ঘটনা বেড়েছে ৩ শতাংশ।
এম.কে
০৫ ডিসেম্বর ২০২৩