19.2 C
London
May 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তার কার্যালয়। রোববার (স্থানীয় সময়) বিকেলে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করানো হলে তার প্রোস্টেট গ্রন্থিতে একটি নডিউল ধরা পড়ে। পরবর্তীতে শুক্রবার নিশ্চিত হওয়া যায় যে, তিনি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ক্যান্সারটির গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫), যা নির্দেশ করে যে রোগটি অত্যন্ত আক্রমণাত্মক এবং ইতোমধ্যে তা তার অস্থিতে ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গ্লিসন স্কোর ৯ মানে রোগটি উচ্চমাত্রার এবং দ্রুতগতিতে ছড়ায়। তবে কিছুটা স্বস্তির খবর হলো, বাইডেনের ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল, অর্থাৎ চিকিৎসায় সাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বাইডেনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তারা চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। চিকিৎসকরা বলছেন, হরমোন থেরাপি, কেমোথেরাপি এবং বোন টার্গেটেড থেরাপি—এই তিনটি পদ্ধতি এই পর্যায়ের রোগীদের জন্য কার্যকর হতে পারে।

জো বাইডেনের এ স্বাস্থ্য সংকট আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করলেও, তার চিকিৎসকেরা এখনই কোনো চূড়ান্ত আশঙ্কার কথা জানাননি।

উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাইডেনের বুকে ক্যান্সারযুক্ত একটি ক্ষত শনাক্ত হয় এবং অস্ত্রোপচারের মাধ্যমে তা সরানো হয়। এছাড়াও প্রেসিডেন্ট হওয়ার আগে তাঁর শরীর থেকে মোহস সার্জারির মাধ্যমে কয়েকটি নন-মেলানোমা ত্বক ক্যান্সার অপসারণ করা হয়েছিল।

এম.কে
১৯ মে ২০২৫

আরো পড়ুন

গাজাবাসীকে পানি না দিয়ে গণহত্যা চালিয়েছে ইসরায়েলঃ হিউম্যান রাইটস ওয়াচ

নিউজ ডেস্ক

যে কারণে ৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

নেচারের, সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায়, ড. ইউনূস