12.3 C
London
October 14, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইংল্যান্ডে আউটডোর স্পোর্টস ফেরত আসবে ২৯ মার্চ

যুক্তরাজ্যের ভ্যাকসিন মন্ত্রী নাদিম জাহাওয়ি জানিয়েছেন, ২৯ মার্চ থেকে ইংল্যান্ডে ফুটবল, গল্ফ এবং টেনিসহ অন্যান্য আউটডোর স্পোর্টস পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে।

 

প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার (২২ ফেব্রুয়ারি) চার ভাগে লকডাউন উঠিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করার পরেই নাদিম জাহাওয়ি এই কথা বলেন।

 

তিনি বলেন, প্রাপ্ত বয়স্ক এবং শিশুদের সংগঠিত খেলাধুলা আবার ফিরে আসবে। আউটডোর স্পোর্টস ইনডোর স্পোর্টসের তুলনায় নিরাপদ। সেজন্য আমরা আউটডোর স্পোর্টস পুনরায় চালু করার ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছি।

 

জিম বা ব্যায়ামাগার এবং ফিটনেস কেন্দ্রগুলো আবার কবে চালু হবে তা জানতে চাইলে ভ্যাকসিন মন্ত্রী বলেন, এই মুহুর্তে এটি বাড়ির ভিতরেই রাখতে হবে, কারণ সেখানেই সংক্রমণের হার সবথেকে কম।

 

সূত্র: বিবিসি
২২ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যে বেকারত্বের হার বাড়ছে

যুক্তরাজ্যে বেনিফিট প্রতারণা তদন্তে প্রতিবেশীদের ভূমিকা নিয়ে ডিডব্লিউপি’র স্পষ্ট ব্যাখ্যা

পদত্যাগ করলেন বৃটিশ পরিবহণ মন্ত্রী লুইস হাই