4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইউক্রেনে ব্রিটিশ ত্রাণকর্মী নিখোঁজ: মরদেহ উদ্ধারের দাবি

ইউক্রেনে অ্যান্ড্রিউ বাগশ (৪৮) ও ক্রিস পেরি (২৮) নামের দুই ব্রিটিশ ত্রাণকর্মী নিখোঁজ হয়েছেন। এদেরই একজনের মরদেহ খুঁজে পেয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধে লড়াইরত ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার। তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেনি।

ওই দুই ত্রাণকর্মীকে সর্বশেষ শুক্রবার (৬ জানুয়ারি) সলেদার শহরের দিকে যেতে দেখা গেছে। সম্প্রতি এই শহরে রাশিয়া ও ইউক্রেনের লড়াই তীব্র চলছে। গোষ্ঠীটি বুধবার (১১ জানুয়ারি) জানিয়েছে, তারা একটি মরদেহ পেয়েছে। যার কোনও নাম উল্লেখ করেনি তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে গোষ্ঠীটি নথিসহ একটি ছবি প্রকাশ করেছে। এতে যে নথি দেখা যাচ্ছে তা নিখোঁজ এক ব্যক্তির। মরদেহটি ইউক্রেনের পূর্বাঞ্চলে পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে ।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ ত্রাণকর্মীদের সর্বশেষ খবর সম্পর্কে তারা অবগত এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, যাচাই না হওয়া সংবাদটি গভীর উদ্বেগের। তবে ক্রেমলিন বলেছে, এ বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।

 

সূত্র: বিবিসি

আরো পড়ুন

অভিবাসী ঠেকাতে তুরস্ককে ৪০ কোটি টাকা দিয়েছে যুক্তরাজ্য

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ

একসঙ্গে ৯ সন্তানের জন্ম