5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ইতালিতে নাগরিকত্ব: প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইতালিতে এবার নাগরিকত্ব আইন পরিবর্তন করতে যাচ্ছে দেশটির সরকার। এখন থেকে বংশ পরম্পরার নীতিতে ইতালির নাগরিকত্ব নিতে হলে আবেদনকারীকে দেশটিতে কমপক্ষে এক বছর বসবাস করতে হবে। একই সঙ্গে ইতালীয় ভাষা শিক্ষা পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে। প্রধানমন্ত্রী মেলোনি সরকারের এমন সিদ্ধান্তে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, খুশি প্রবাসী বাংলাদেশিরা।

ইতালির নাগরিকত্ব গ্রহণের সবচেয়ে সহজ উপায় হলো বংশ পরম্পরার মাধ্যমে আবেদনপত্র দাখিল। কোনো আবেদনকারীর পূর্ব পুরুষদের কেউ যদি ইতালিয়ান বংশোদ্ভূত থাকেন, তাহলে পৃথিবীর যেকোনো দেশের ইতালীয় দূতাবাসের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে পারবেন।

এসব আবেদনকারী দ্রুত সময়ের মধ্যে ইতালির নাগরিকত্ব পেতে পারেন। এই পন্থায় ইতালি প্রতি বছর মোট নাগরিকত্বের অর্ধেকেরও বেশি প্রদান করে আসছে।

তবে সম্প্রতি ইতালির সরকার সংসদে বংশ পরম্পরার নীতির ওপর একটি খসড়া আইন চূড়ান্ত করেছে। নতুন আইন অনুযায়ী, ইতালির নাগরিকত্ব নিতে হলে আবেদনকারীকে ইতালিতে কম পক্ষে এক বছর বসবাস করতে হবে। একইসঙ্গে ইতালীয় ভাষা শিক্ষা পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে।

ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞদের মতে, এর ফলে দেশটিতে নাগরিকত্ব গ্রহণের হার কমবে। অন্যদিকে, যেহেতু ইতালির জনসংখ্যা দিন দিন কমছে, তাই দেশটির সরকার নতুন নাগরিকত্ব দিতে বাধ্য হবে। এই সুযোগ পাবেন এশিয়া, আফ্রিকা থেকে আসা ইতালিতে বসবাসরত বিদেশিরা। আর তাই এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।

উল্লেখ্য যে উত্তরাধিকার সূত্রে নাগরিকত্ব নেয়া কঠিন হলে, ইতালিতে বৃদ্ধি পাবে দীর্ঘদিন বসবাসের মাধ্যমে ট্যাক্স প্রদানকারীদের নাগরিকত্ব নেয়ার হার।

এম.কে
১৭ আগস্ট ২০২৩

আরো পড়ুন

কনজারভেটিভ সরকারের বিতর্কিত রুয়ান্ডা নির্বাসন মামলায় পরাজয়

ব্র‍্যাডফোর্ড ক্যাম্পাসে নারী হয়রানি নিত্যদিনের ঘটনা!

অনলাইন ডেস্ক

কোন মানুষই অবৈধ নয়​ | 10 March 2021

অনলাইন ডেস্ক