4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে মন্তব্য করেছেন প্রিন্স উইলিয়াম

প্রিন্স উইলিয়াম বলেছেন ইসরায়েল-হামাস যুদ্ধে অনেক বেশি ক্ষয়ক্ষতি ও হত্যাকান্ড সংঘটিত হয়েছে। তিনি এই অসামঞ্জস্য লড়াই দ্রুত বন্ধের তাগিদ দিয়েছেন।

সঙ্কটের বিষয়ে এই বিরল বিবৃতিতে, প্রিন্স অফ ওয়েলস বলেন ” আমি নিরাশ হতে চাই না এবং মনে করি সুন্দর ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে। গত বছর অক্টোবর মাসে হামাসের সন্ত্রাসী হামলার পর থেকে মধ্য প্রাচ্যে সংঘাত ভয়াবহ রুপ ধারন করেছে। ভয়াবহ মানবিক দুরবস্থা নিয়ে আমি শংকিত। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই লড়াইয়ের অবসান দেখতে চাই। গাজাতে মানবিক সমর্থন বাড়ানোর জন্য প্রয়োজন রয়েছে। সহায়তা তহবিল ও জিম্মিদের মুক্তি দেওয়া নিয়েও তিনি যথেষ্ট সমালোচনা করেন।

প্রিন্স উইলিয়ামস চলমান সংঘাতের দ্বারা আক্রান্ত সকলের দুর্দশার কথা তুলে ধরেন। চলমান সমস্যা মোকাবেলায় এই বিবৃতি জারি করা হয়েছে বলে জানায় প্রিন্স উইলিয়ামসের মুখপাত্র।

আসন্ন দিনগুলিতে প্রিন্স উইলিয়ামস যুক্তরাজ্যের দাতব্য প্রতিষ্ঠানের সাথে বৈঠক করবেন বলে খবরে জানা যায়। তিনি এই অঞ্চলের মানবিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের গাজা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শুনবেন।

উল্লেখ্য যে, রাজপরিবারের সদস্যদের এই জাতীয় বিতর্কিত বিষয়ে মন্তব্য করা একটি বিরল ঘটনা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২০ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

প্রীতি প্যাটেলের বুলিং ইস্যুতে আইনি চ্যালেঞ্জে বরিস জনসনের সরকার

অনলাইন ডেস্ক

আভা হোয়াইট হত্যাকাণ্ড: ভ্যানের ছবি প্রকাশ করল পুলিশ

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্বিতীয় দফার ভোটেও এগিয়ে ঋষি সুনাক