1.1 C
London
January 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

‘ঈদ মোবারাক’ লেখা লাইটে সাজল পূর্বলন্ডনের বাংলা টাউন

প্রথমবারের মতো ‘ঈদ মোবারাক’ লেখা লাইটে আলোকিত হলো পূর্বলন্ডনের ব্রিকলেন-বাংলা টাউন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে লাইটগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই অভাবনীয় মুহূর্তটি উদযাপনের জন্য লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং ক‍্যাবিনেট সদস্যরা কমিউনিটির সঙ্গে মিলিত হন।

এ সময় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, টাওয়ার হ্যামলেটস দেশের বৃহত্তম মুসলিম কমিউনিটির আবাসস্থল। আমরা এই ঈদের গুরুত্বপূর্ণ দিনটিকে দৃষ্টিনন্দন করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারায় অত্যন্ত আনন্দিত। অনেক বছর ধরে, ব্রিকলেন-বাংলা টাউন আমাদের সমৃদ্ধ ইতিহাস এবং স্থায়িত্বের প্রতীক।

আর এই ‘ঈদ মোবারাক’ লাইট শুধু মুসলমানদের অবদানকেই সম্মান জানাচ্ছে না, সাথে সাথে সম্মান জানাচ্ছে আমাদের একতাবদ্ধ হয়ে উদযাপনকেও। ভবিষ্যতে স্থায়ী লাইট ডিসপ্লে আমাদের সুযোগ করে দেবে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যকে সম্মান জানানোর। আর এই কারণেই টাওয়ার হ্যামলেটস সবার কাছে একটি বিশেষ জায়গা।

স্থানীয় ব্যবসায়ী এবং রেস্টুরেন্ট মালিকরা যারা বছরের পর বছর ধরে ব্রিকলেনে ব্যবসা করছেন, তাদের অনুভূতি ছিল আনন্দের।

এম.কে
২৮ মার্চ ২০২৫

আরো পড়ুন

টিউব কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বিতর্ক!

যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি রিপোর্টে কঠোর সতর্কবার্তা বিচারকের

যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা