14.6 C
London
October 17, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

এবার আর্জেন্টিনার জালে জাপানের ৮ গোল

এবারের নারী বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে জাপান। তবে আন্তর্জাতিক ফুটবলে জাপানের মেয়েরা কতটা শক্তিশালী, তা প্রমাণ করেছে শনিবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে।

একদিন আগে চীনের হাংজুতে জাপানের এশিয়ান গেমসের দলটিও প্রথম ম্যাচে একই ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশকে। এবার ঘরের মাঠে জাপানের জাতীয় নারী দল মেসি-ম্যারাডোনার দেশকে রীতিমতো বিধ্বস্ত করেছে।

নারী ফুটবলে আর্জেন্টিনা তেমন শক্তিশালী নয়। এশিয়া সফরে এসে তারা জাপানের কাছে বড় ব্যবধানের হারের লজ্জা নিয়েই ঘরে ফিরছে।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জাপান। গোল করেন তানাকা। ৮ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাসেগাওয়া।

২৫ মিনিটে তাকাহাশি গোল করলে জাপান এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হাসেগাওয়া।

৬১ মিনিটে সেইকে, ৬৬ মিনিটে সুগিতা ও ৮০ মিনিটে ইউয়োকি পেনাল্টি থেকে গোল করেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেইকে নিজের দ্বিতীয় গোলটি করলে ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানি মেয়েরা।

এম.কে
২৩ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

হ্যারি-মেগানের সন্তান আর্চি যে কারণে ‘প্রিন্স’ উপাধি পায়নি

অনলাইন ডেস্ক

বৈরি আবহাওয়ার মুখে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৪ জনের মৃত্যু