10.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
আরো

এবার নেপোলিয়ন বোনাপার্টের টুপি নিলামে

নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি সম্রাট ও সেনানায়ক। তার নেতৃত্বে ইউরোপের সুবিশাল ভূখণ্ডে ফরাসি সাম্রাজ্যের সীমানা ছড়িয়েছিল। ইউরোপ জয়ের পর ১৮০৪ সালের এদিনে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন। সংস্কার এনেছিলেন শাসন ব্যবস্থায়। সেই নেপোলিয়ানের ব্যবহৃত একটি টুপি নিলামে উঠছে।

নিলামকারী প্রতিষ্ঠান ধারণা করছে সাড়ে ৭ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত দামে টুপিটি বিক্রি হতে পারে।

ইতিহাসবিদেরা বলছেন, এই টুপি ছিল নেপোলিয়ানের ‘ট্রেডমার্ক’পোশাক। যুদ্ধের ময়দান হোক কিংবা হোক সেনা বা জনসমাবেশ-এই টুপি পরা দেখলেই চেনা যেত ব্যক্তিটি নেপোলিয়ান। তার এমন প্রায় ১২০টি টুপি ছিল। এর মধ্যে এখন রয়েছে মাত্র ২০টি, প্রায় সবই ব্যক্তিগত সংগ্রহে।

নেপোলিয়ানের টুপি ও অন্যান্য স্মৃতিচিহ্ন নিলামে তুলেছে ফরাসি নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাত।

প্রতিষ্ঠানটির প্রধান জ্যঁ-পিয়েরে ওসেনাত বলেন, যারা নেপোলিয়ানের স্মৃতিচিহ্ন সংগ্রহ করেন, তাদের কাছে এই টুপি পাওয়ার জন্য মুখিয়ে আছেন।

এম.কে
২১ নভেম্বর ২০২৩

 

আরো পড়ুন

সপ্তাহে ৩ দিন কাজই যথেষ্ট, জীবনের উদ্দেশ্য কেবল চাকরি নয়: বিল গেটস

ব্রাজিলে ডেঙ্গু দমন করতে বিশেষ মশা

পাকিস্তানে চিড়িয়াখানায় বাঘের খাঁচায় মিলল মানুষের মরদেহ

নিউজ ডেস্ক