4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কিং চার্লসের দিকে ডিম নিক্ষেপ, গ্রেফতার ১

ব্রিটেনের রাজা চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলিয়াকে নিশানা করে ডিম নিক্ষেপের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রাজা ও রানি উত্তর ইংল্যান্ডে একটি কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন। তখন এই ঘটনাটি ঘটে।

 

অনুষ্ঠানের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় চার্লসের দিকে উড়ে আসে ডিম। একটি নয়, পরপর বেশ কয়েকটি ডিম উড়ে আসে রাজার দিকে। এসময় উপস্থিত জনতার মধ্যে সোরগোল শুরু হয়ে গেলে অবিচল ছিলেন রাজা।

 

চার্লসের শরীরে একটিও ডিম না লাগলেও তার পায়ের একদম সামনে এসে সেগুলি পড়ে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে। সেখানে দুই দিনের সফরে গিয়েছেন রাজা ও কুইন কনসোর্ট। রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে উত্তর ইংল্যান্ডে গিয়েছেন তিনি। এদিকে ডিম ছোড়া যুবককে আটক করে পুলিশ।

https://twitter.com/daviddunninguk/status/1590302924168605697?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590302924168605697%7Ctwgr%5E8a7a369214d269d733ad185a520b5382e7687f9a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fworld%2Feggs-thrown-at-king-charles-during-his-visit-to-york-accused-held-by-police-au57-683763.html

কয়েকদিন আগেই ব্রিটিশ রাজ সিংহাসনে বসেছেন রাজা চার্লস (King Charles)। মা দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এখন তিনি ব্রিটেনের সর্বাধিনায়ক।

 

৯ নভেম্বর ২০২২
সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

যুক্তরাজ্যের রেড লিস্ট থেকে বাংলাদেশ বাদ

যুক্তরাজ্যে দোরাইস্বামীকে গুরুদ্বারে প্রবেশে বাধা খালিস্তানিদের

স্বাস্থ্যসেবায় বিশ্বে প্রথম সুইজারল্যান্ড