5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গাড়ি বিক্রি করলেন রাজা চার্লস

নিজের ব্যবহার করা একটি পুরনো গাড়ি বিক্রি করেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ল্যান্ড রোভার গাড়িটি নিলামে তুলে বিক্রি করা হয়েছে ১২ হাজার ৫০ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ লাখ ৫১ হাজার টাকা।
খবরে বলা হয়েছে, গাড়িটি ল্যান্ড রোভারের ডিসকভার ৩ মডেলের। রঙ হালকা সবুজ। গাড়িটি ২০০৭ সালের শুরুর দিকে প্রিন্স অব ওয়েলস থাকাকালে পেয়েছিলেন চার্লস। ওই সময় গাড়িটি চার্লস ও তার স্ত্রী ক্যামিলার রাজকীয় আবাস হাইগ্রোভ হাউসে আনা হয়েছিল।
গত সপ্তাহে গাড়িটি নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে তোলে কালেক্টিং কারস নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান। বর্ণনায় বলা হয়েছে, গাড়িটির একটি ব্রেক লাইট ভাঙা রয়েছে। একটি দরজার কাঁচেও আঘাতের চিহ্ন আছে। এই গাড়ি সর্বশেষ মেরামত করা হয়েছিল গত বছরের মার্চে।
রাজকীয় এই ল্যান্ড রোভার চার্লস-ক্যামিলা দম্পতি দীর্ঘদিন ব্যবহার করেছেন। তবে অনেক দিন থেকে তারা এই গাড়ি ব্যবহার করছেন না। নিলামে গাড়িটি কে কিনেছেন, তা বিস্তারিত প্রকাশ করা হয়নি।

আরো পড়ুন

যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল জুড়ে মানবপাচার রোধে আসছে নতুন কমান্ডো ফোর্স

আকিল মাহদী হত্যাকাণ্ডে তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক

ইংল্যান্ড এবং ওয়েলসের জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে বড় কারণ অভিবাসন