14.9 C
London
April 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকাশীর্ষ খবর

জাকারবার্গের মেটা(Meta) থেকে ছাঁটাই হতে পারেন হাজার হাজার কর্মী

মার্ক জাকারবার্গের সংস্থা মেটা থেকে ছাঁটাই হওয়ার আশঙ্কা করছেন হাজার হাজার কর্মী। আগামী সপ্তাহের মধ্যে কর্মীছাঁটাই প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি সংবাদমাধ্যমের।যদিও এ বিষয়ে এখনও বিবৃতি জারি করেনি মার্ক জাকারবার্গের মেটা প্ল্যাটফর্ম ইন কর্পোরেশন।

গত নভেম্বরে ১১,০০০ হাজার কর্মীকে সরিয়ে দিয়েছিল মেটা। সে সময় কাজ হারিয়েছিলেন মেটার ১৩ শতাংশ কর্মী। এর মাস চারেকের মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থায় আবার অনেকে কাজ হারাতে পারেন বলে জানিয়েছে বিশ্ব গণমাধ্যম।

নামপ্রকাশে অনিচ্ছুক মেটা-র এক কর্মকর্তা  সংবাদমাধ্যমে দাবি করেছেন, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে সংস্থার সদর দফতরে এ নিয়ে পরিকল্পনা চূড়ান্ত স্তরে রয়েছে। সম্প্রতি কর্মীদের দক্ষতার পর্যালোচনা করতে গিয়ে চলতি বছরকে ‘দক্ষতার বছর’ হিসাবে চিহ্নিত করেছেন মেটা-র চিফ এক্সিকিউটিভ অফিসার জাকারবার্গ। এর পর অদক্ষ কর্মীদের সরানোর তোড়জোড় শুরু হয়।

কর্মীছাঁটাইয়ের প্রসঙ্গে অবশ্য সংবাদমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি মেটার মুখপাত্র। তবে আগামী সপ্তাহে পরিবারে তৃতীয় সন্তানের আগমনের খবর পাওয়ার আগেই হয়তো কর্মীছাঁটাইয়ের প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলতে পারেন জাকারবার্গ।

এম.কে
০৮ মার্চ ২০২৩

আরো পড়ুন

অলিম্পিকে নিষিদ্ধ হিজাব, যা বললেন অস্ট্রেলিয়ান মুসলিম বক্সার

অনলাইন ক্লাসে ধূমপান করে সমালোচিত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

জালিয়াতির খরচ অনুমানে পুরনো তথ্যের উপর নির্ভর করে হোম অফিস

অনলাইন ডেস্ক