TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

জানুয়ারির শেষদিকে যুক্তরাজ্যে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা, সতর্ক মেট অফিস

জানুয়ারির শেষদিকে যুক্তরাজ্য ও ওয়েলসে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা প্রকাশ করেছেন একাধিক আবহাওয়া পূর্বাভাসকারী। মেট অফিসসহ বিভিন্ন সংস্থার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে ইঙ্গিত মিলেছে, মাসের শেষভাগে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে এবং কিছু অঞ্চলে ঝুঁকিপূর্ণ শীতকালীন পরিস্থিতি তৈরি হতে পারে।

 

আবহাওয়া বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের পশ্চিম বা দক্ষিণ-পশ্চিমে নিম্নচাপ এবং উত্তর-পূর্বে উচ্চচাপ অবস্থান করতে পারে। এই আবহাওয়াগত বিন্যাসের ফলে দেশজুড়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা বাড়বে, যা শীতকালীন আবহাওয়াকে আরও তীব্র করে তুলতে পারে।

কিছু অনলাইন পূর্বাভাসকারী জানিয়েছেন, সাইবেরিয়া অঞ্চল থেকে অত্যন্ত ঠান্ডা বাতাস ইউরোপ হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে পারে। তাদের ভাষায়, এমন পরিস্থিতি খুব কমই দেখা যায় এবং এটি হলে দীর্ঘ সময় ধরে অস্বাভাবিক ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে পারে।

একাধিক আবহাওয়া মডেলের বিশ্লেষণ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্বাভাসকারীরা সতর্ক করেছেন, সম্ভাব্য ‘বিস্ট ফ্রম দ্য ইস্ট’ পরিস্থিতি তৈরি হলে ব্যাপক তুষারপাত এবং তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে। কেউ কেউ একে আসন্ন ‘বিগ ফ্রিজ’-এর সম্ভাবনা বলেও উল্লেখ করেছেন।

তবে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, দীর্ঘমেয়াদি পূর্বাভাস স্বল্পমেয়াদি পূর্বাভাসের তুলনায় কম নির্ভরযোগ্য। এগুলো বিভিন্ন মডেলের সম্ভাব্য হিসাবের ওপর নির্ভর করে তৈরি হয় এবং নির্দিষ্ট এলাকার পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত করে বলা কঠিন।

মেট অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ১৮ থেকে ২৭ জানুয়ারির মধ্যে ধীরে ধীরে ঠান্ডা বাড়ার প্রবণতা বেশি থাকবে, বিশেষ করে যুক্তরাজ্যের দক্ষিণ ও পূর্বাঞ্চলে। শুরুতে শীতকালীন বৃষ্টি বা তুষারপাত মূলত পাহাড়ি এলাকায় সীমাবদ্ধ থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে নিচু এলাকাতেও এর সম্ভাবনা তৈরি হতে পারে।

২৮ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আবহাওয়া পরিস্থিতি তুলনামূলকভাবে ধীরগতির হতে পারে বলে জানিয়েছে মেট অফিস। এই সময়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিমে নিম্নচাপ এবং উত্তর-পূর্বে উচ্চচাপের কারণে দেশের বিভিন্ন অংশে তীব্র শীত ও শীতজনিত ঝুঁকি দেখা দিতে পারে।

তবে পূর্বাভাসের শেষদিকে তাপমাত্রা আবার ধীরে ধীরে স্বাভাবিকের কাছাকাছি ফিরে আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যদিও বিষয়টি এখনো অনিশ্চিত।

সূত্রঃ ওয়েলস অনলাইন

এম.কে

আরো পড়ুন

ইলফোর্ডে এক বাংলাদেশি পরিবারের মানবেতর জীবনঃ ছয়জন এক রুমে ছয় মাস ধরে বন্দি

গাজার শরণার্থী পরিবারকে যুক্তরাজ্যে থাকার অধিকার দেওয়ার রায় ভুল ছিলঃ কিয়ের স্টারমার

যুক্তরাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ মিলিয়ন ছাড়ালো