TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ট্যাক্স বিতর্কের মধ্যেই ডাউনিং স্ট্রিট ছাড়লেন রিশি সুনাকের পরিবার

স্ত্রী অক্ষতা মূর্তির ট্যাক্স সংক্রান্ত বিতর্কের মধ্যেই ডাউনিং স্ট্রিট ছেড়ে চলে গেছে চ্যান্সেলর রিশি সুনাকের পরিবার।

 

দ্য গার্ডিয়ান জানায়, ডাউনিং স্ট্রিটে রিমুভাল ভ্যান দেখতে পাওয়া গেছে। এগুলো ১০ নম্বরের মালামাল স্থানাতর করছিল। এখানেই উপরের একটি ফ্ল্যাটে থাকতেন চ্যান্সেলরের পরিবার। সুনাকের পারিবারিক বাড়ি কেসিংটনে মালাপত্রগুলো নেওয়া হয়।

 

ধারণা করা হচ্ছে, কর্মদিবসগুলোতে চ্যান্সেলরকে ডাউনিং স্ট্রিটে দেখা যাবে। উইকেন্ডে তিনি তার পরিবারের কাছে ফিরে আসবেন।

 

রিশি সুনাক ও তার পরিবারকে নিয়ে বিতর্ক ও ক্ষোভ আরও উস্কে দিয়েছে এই ঘটনাটি। অনেকে মনে করছেন, স্ত্রীর ট্যাক্স স্টেটাস নিয়ে চলমান ক্ষোভের কারণে স্ট্রিটের জীবনের স্পটলাইট থেকে তার পরিবারকে সরিয়ে দিতে চাচ্ছেন তিনি।

 

তবে সুনাকের সহযোগীরা বলছেন তার বড় মেয়ের স্কুলের কাছাকাছি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এমন খবর পাওয়া গেছে যে পরিবারের অর্থনৈতিক বিষয়ের দিকে মনোযোগ দিতে চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন সুনাক। একটি সূত্র সানডে টাইমসকে বলেছে, “তিনি বিবেচনা করছিলেন যে, তার পরিবার এসব বিতর্ক আর সহ্য করতে পারবে কিনা।”

 

গত সপ্তাহে একটি ইন্টারভিউতে স্ত্রীর ট্যাক্সের দিকে মনোযোগ দেওয়ার সমালোচনা করেন চ্যান্সেলর।

 

যাইহোক, মূর্তি শুক্রবার একটি বিবৃতিতে জানিয়েছে, ভবিষ্যতে তার স্ত্রী বিলিয়নিয়ার পিতার দ্বারা প্রতিষ্ঠিত আইটি ফার্ম থেকে বিশ্বব্যাপী আয়ের উপর যুক্তরাজ্যের ট্যাক্স প্রদান করবেন।

 

১১ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট, উঠলো ড. ইউনূসের নামও

আইনি পর্যালোচনার আগেই প্রীতি প্যাটেলের পুশব্যাকনীতি প্রত্যাহার

লন্ডনে তালা ভেঙে অর্থমন্ত্রী মুস্তফা কামালের জামাতার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক