5.2 C
London
December 26, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

তিন বছরের জন্য গ্রিন কার্ড লটারি থেকে বাদ ভারত, ট্রাম্পের কড়াকড়িতে বিপাকে ভারতীয়রা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পাশাপাশি এবার তার নজর পড়েছে বৈধ অভিবাসনের সুযোগ সীমিত করার দিকে। সম্প্রতি এইচ–১বি ভিসার খরচ বাড়ানোর পর এবার তিনি কঠোর পদক্ষেপ নিয়েছেন “গ্রিন কার্ড লটারি” প্রোগ্রামে। যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা করেছে, আগামী তিন বছর—অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত—এই লটারির তালিকা থেকে ভারত বাদ থাকবে। এতে বিপাকে পড়েছেন মার্কিন মাটিতে বসবাসরত ভারতীয় অভিবাসী ও সম্ভাব্য আবেদনকারীরা।

‘গ্রিন কার্ড লটারি’ নামে পরিচিত এই কর্মসূচির আনুষ্ঠানিক নাম ‘ইউনাইটেড স্টেটস ডাইভার্সিটি ভিসা লটারি’। যুক্তরাষ্ট্রে জনসংখ্যাগত বৈচিত্র্য আনতে ১৯৯০ সালে এই কর্মসূচি চালু করা হয়। নিয়ম অনুযায়ী, গত পাঁচ বছরে যেসব দেশ থেকে ৫০ হাজারের কম নাগরিক যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অভিবাসন করেছেন, কেবল সেসব দেশের নাগরিকই পরবর্তী লটারিতে অংশ নিতে পারেন। ফলে যেসব দেশ থেকে অভিবাসীর সংখ্যা বেশি, তারা স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ৯৩ হাজার ৪৫০ জন ভারতীয় মার্কিন অভিবাসনের সুযোগ পান। ২০২২ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৭ হাজার ১০ জনে, আর ২০২৩ সালে ৭৮ হাজার ৭০ জন ভারতীয় স্থায়ী বসবাসের অনুমতি পান। এই সংখ্যা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা বা ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক বেশি। ২০২২ সালে দক্ষিণ আমেরিকা থেকে অভিবাসীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৩০, আফ্রিকা থেকে ৮৯ হাজার ৫৭০ এবং ইউরোপ থেকে ৭৫ হাজার ৬১০ জন। এই বিপুল প্রবাহের কারণেই ভারত এই লটারির যোগ্যতার সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বুধবার প্রকাশিত তালিকায় ভারত ছাড়াও বাদ পড়েছে চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা ও পাকিস্তান। এই সিদ্ধান্তে ভারতীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি অভিবাসন নীতি ধীরে ধীরে বৈধ অভিবাসনের পথও সংকুচিত করছে। গ্রিন কার্ড লটারি থেকে বাদ পড়ায় এখন ভারতীয় নাগরিকদের জন্য মার্কিন অভিবাসনের সুযোগ আরও সীমিত হয়ে পড়ল। অনেকের আশঙ্কা, আগামী কয়েক বছরে এই প্রবণতা আরও কঠিন হতে পারে যদি প্রশাসন বর্তমান নীতি বজায় রাখে।

এম.কে
১৮ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

ফিলিস্তিনিদের জীবনে কখনও এমন রমজান আসেনি: আন্তোনিও গুতেরেস

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক

ল্যাবে তৈরি মাংস নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি