6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

দেহে শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা মার্কিন নাগরিকের মৃত্যু

চিকিৎসাশাস্ত্রের লিখিত ইতিহাসে বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে পেয়েছিলেন শূকরের হৃদযন্ত্র। তীব্র পরীক্ষামূলক সেই প্রতিস্থাপন অস্ত্রোপচারের ৪০ দিন পর মারা গেলেন লরেন্স ফসেট। এই মার্কিন নাগরিকের বয়স হয়েছিল ৫৮ বছর।

সোমবার ৩০ অক্টোবর মারা যান তিনি। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দেহে জিনগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করা শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছিল। ২০ সেপ্টেম্বর অস্ত্রোপচারের পর প্রথম কিছু দিন তিনি সুস্থ থাকলেও সম্প্রতি হৃদযন্ত্রের কাজে কিছু সমস্যা দেখা দেয়। অস্ত্রোপচারের পর দেড় মাস বা ছয় সপ্তাহ তিনি সুস্থ থাকলেও সোমবার মারা যান।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর ফসেটের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছিল। ফিজিক্যাল থেরাপির পাশাপাশি সময় কাটাচ্ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে। স্ত্রী অ্যানের সঙ্গে তাসও খেলছিলেন। সম্প্রতি তার দেহে প্রতিস্থাপিত হৃদযন্ত্র প্রাথমিকভাবে প্রত্যাখ্যানের নির্দেশ পাঠাতে শুরু করে। এই প্রতিকূলতা চিরাচরিত মানবঅঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও থাকে। চিকিৎসকদের আন্তরিক চেষ্টা সত্ত্বেও তিনি মারা যান বলে খবরে জানা যায়।

এম.কে
০২ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

ইমরান খান ‘মাইনাস’, পিটিআই নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গওহর

পাকিস্তানের নির্বাচনে ‘প্রথমবার’ কোনো হিন্দু নারী

বৃটিশ সুপারমার্কেটে মাংস নিয়ে জালিয়াতি

নিউজ ডেস্ক