14.1 C
London
August 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ধসের আশঙ্কায় যুক্তরাজ্যের অনেক স্কুল বন্ধ

ইংল্যান্ডে এক ধরনের বায়ুযুক্ত কংক্রিট দিয়ে তৈরি কয়েকটি স্কুলের ভবনগুলোকে বন্ধ করে দিতে হবে যা ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্য সরকার স্কুল খোলার ঠিক পূর্বে এ ঘোষণা দিয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৫০ এর দশক থেকে ১৯৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত, ব্যাপকভাবে স্কুল ও কলেজ নির্মাণের জন্য রিইনফোর্সড অটোক্লেভড এরেটেড কংক্রিট (আরএএসি) ব্যবহৃত হয়েছিল।

কর্মকর্তারা সময়ের সাথে সাথে উপাদানটির ঝুঁকির আশঙ্কা নির্ধারণ করার পর মন্ত্রণালয় ২০১৮ সালে স্কুলগুলোকে এ ব্যপারে সতর্ক করা শুরু করে।

প্রায় ১০৪টি স্কুল ও কলেজ নির্মাণে আর আরএএসি ব্যবহৃত হয়েছে। ইংল্যান্ডের লক্ষাধিক শিক্ষার্থী গ্রীষ্মের দীর্ঘ ছুটির পরে স্কুলে ফিরে আসার সময় এ নির্দেশ দেয়া হল বলে খবরে জানা যায়।

শিক্ষা সচিব গিলিয়ান কিগান বলেন, স্কুল ও কলেজে শিশু এবং কর্মীরা নিরাপদ কি-না তা নিশ্চিত করার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই।

এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

ব্রিটেনে অভিবাসীদের জন্য আসছে কঠিন সময়

আশ্রয়প্রার্থী স্থানান্তর গতিশীল করতে রুয়ান্ডায় বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

মাংস সংরক্ষণের কার্যকর পদ্ধতি