TV3 BANGLA
আন্তর্জাতিক

নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দিয়ে আমেরিকার ভিসা হারালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

ফিলিস্তিনের পক্ষে নিউইয়র্কের রাস্তায় বিক্ষোভে যোগ দেওয়ার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে ওয়াশিংটন। তবে এ সিদ্ধান্তকে তিনি গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন।

শুক্রবার নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নেন পেত্রো। এ সময় তিনি মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানান, তারা যেন ডোনাল্ড ট্রাম্পের আদেশ অমান্য করে মানুষের প্রতি বন্দুক তাক না করেন। এর কয়েক ঘণ্টা পরেই হোয়াইট হাউস জানায়, কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করা হবে।

শনিবার এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় পেত্রো বলেন, “আমার আর যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসা নেই। এতে আমার কিছু যায় আসে না। আমার ভিসার প্রয়োজন নেই, কারণ আমি কেবল একজন কলম্বিয়ান নই, একজন ইউরোপীয় নাগরিকও। আমি নিজেকে বিশ্বের একজন স্বাধীন মানুষ হিসেবে মনে করি।”

তিনি আরও জানান, গণহত্যার নিন্দা করার কারণে ভিসা বাতিল প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র আর আন্তর্জাতিক আইনকে সম্মান করে না। তার ভাষায়, এটি কূটনৈতিক সম্পর্কের জন্য নেতিবাচক দৃষ্টান্ত।

এর আগে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে সমাবেশে ভাষণ দিয়ে পেত্রো বিশ্বব্যাপী একটি যৌথ সশস্ত্র বাহিনী গঠনের আহ্বান জানান, যার মূল কাজ হবে ফিলিস্তিনিদের মুক্তি নিশ্চিত করা। তিনি বলেন, মানবতার স্বার্থে বিশ্ব একসঙ্গে দাঁড়ানো উচিত।

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানায়। এক বিবৃতিতে বলা হয়, ভিসা বাতিলকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার জাতিসংঘের নীতির পরিপন্থী। মন্ত্রণালয় মনে করে, ভবিষ্যতে জাতিসংঘের জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ আয়োজক দেশ বেছে নেওয়া উচিত, যাতে কোনো রাষ্ট্র রাজনৈতিক কারণে অংশগ্রহণ বাধাগ্রস্ত না করতে পারে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশের পর এ বার ভারত সীমান্তবর্তী অঞ্চল দখল করলো আরাকান আর্মি

জাপানের নতুন প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা

ভারতের বিশ্ব অর্থনীতির মোড়ল হওয়ার খায়েশ ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে!