14.6 C
London
March 21, 2025
TV3 BANGLA
শীর্ষ খবর

নির্বাচন করার ঘোষণা দিলেন ইউকে রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজ

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনের আর মাত্র ৩০ দিন বাকি। নানা ধরনের রাজনৈতিক বক্তব্য ও ইশতেহারের বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কাজ করে যাচ্ছে। নতুন চমক হিসাবে ইউকে রিফর্ম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাইজেল ফারাজ ঘোষণা করেছেন তিনি ক্ল্যাকটন হতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নিজে ইলেকশন করবেন না এই ঘোষণা দেওয়ার মাত্র কয়েকদিন পরেই তিনি আবার ইলেকশন করার ঘোষণা দিলেন।

মধ্য লন্ডনের একটি প্রচার ইভেন্টে, ফারাজ আরও নিশ্চিত করে যে তিনি ইউকে রিফর্ম পার্টির নেতা হিসাবেই যুক্তরাজ্যের সংসদে যাবেন।

উল্লেখ্য যে, আগামী শুক্রবারের পর সকল প্রার্থীদের মনোনয়ন তালিকা চুড়ান্ত হয়ে গেলে কে কোন আসন হতে নির্বাচন করছেন তা পরিষ্কারভাবে তালিকার মাধ্যমে পাওয়া যাবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৪ জুন ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশের সন্তানের আমেরিকা জয়

ভাষা বুঝতে না পারায় ‘ভীতিকর ও মুসলিমবিদ্বেষী বক্তব্য’ ফেসবুকে

বছরে দুই লাখ ৮০ হাজার অভিবাসী কর্মী দরকার ইটালির