TV3 BANGLA
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানাকে সমর্থন ব্রিটেন, ইতালি ও স্পেনের

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করে ব্রিটেন, ইতালি ও স্পেনের সংখ্যাগরিষ্ঠ নাগরিক।

সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। একইসাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইউরোপীয় দেশেও এর সমর্থন বেড়েছে।

আইসিসির প্রসিকিউটর করিম খান গত মে মাসে বলেছিলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ হামাসের তিন সিনিয়র কর্মকর্তা ইসমাইল হানিয়া, মোহাম্মাদ দেইফ এবং ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করছেন।

সোমবার ইউগোভ প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, তারা বেশ কয়েকটি দেশের জনসাধারণকে জিজ্ঞাসা করেছিলেন যে ইসরাইল ও হামাস নেতাদের বিরুদ্ধে জারি করা আইসিসির গ্রেফতারি পরোয়ানা সমর্থন করে কিনা। তখন ইতালি এবং স্পেনের ৫৭ শতাংশ এবং যুক্তরাজ্যে ৫৪ শতাংশ বলেছে, তারা নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা ওই গ্রেফতারি পরোয়ানা সমর্থন করেন। সেসব দেশে ১৫ শতাংশের বেশি নাগরিক বলেছে, তারা এটি সমর্থন করেন না।

ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও অনেকে বলেছেন, তারা গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করেন।

সূত্রঃ মিডল ইস্ট আই

এম.কে
৩০ জুলাই ২০২৪

আরো পড়ুন

পাসপোর্ট জালিয়াতি ও ভুয়া বিয়ের দায়ে নিউজিল্যান্ডে বাংলাদেশির ‘রেকর্ড’ সাজা

মঙ্গলে অভিযানে যাওয়ার চেয়ে টিকায় বিনিয়োগ ভালো: বিল গেটস

নিউজ ডেস্ক

ফিলিস্তিনে খ্রিষ্টানদের লক্ষ্য করে ইহুদিদের থুতু, নিন্দা জানাল যুক্তরাষ্ট্র