17.6 C
London
September 8, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নোভাভ্যাক্সের টিকা করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধে কার্যকর

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পর করোনা প্রতিরোধে যুক্তরাজ্যের আরও একটি টিকার কার্যকারিতা প্রকাশ পেয়েছে। নোভাভ্যাক্সের টিকা বড় পরিসরে ট্রায়ালে ৮৯.৩ শতাংশ কার্যকারিতার প্রমান দিয়েছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মেডিকেল এডিটর ফারগুস ওয়ালশ জানান, নোভাভ্যাক্সের এ টিকা যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধেও কার্যকর। যেটি অন্য কোনো টিকার ক্ষেত্রে দেখা যায়নি।

 

প্রতিবেদনে বলা হয়, নোভাভ্যাক্সের টিকাই প্রথম যেটি যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের জন্য কার্যকর বলে দেখা গেছে। নোভাভ্যাক্সের টিকার এই সুসংবাদ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরসি জনসন বলেছেন, এখন যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা টিকাটি পরীক্ষা করবে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্য ইতোমধ্যে টিকাটির ৬০ মিলিয়ন ডোজ সংরক্ষণ করেছে। যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির অনুমোদন পেলে এ বছরের মাঝামাঝি সময় থেকেই এই টিকার প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। অক্সফোর্ডের টিকার পর যুক্তরাজ্যে নোভাভ্যাক্সের টিকাই সবচেয়ে বড় পরিসরে ট্রায়াল দেওয়া হয়েছে।

 

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এখন পর্যন্ত অ্যাস্ট্রেজেনেকার-অক্সফোর্ড, ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার।

 

নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে তাদের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। ১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার মানুষের ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি।

 

নোভাভ্যাক্সের চিফ এক্সিকিউটিভ স্ট্যান এর্ক বলেন, যুক্তরাজ্যের ট্রায়ালে দুর্দান্ত ফলাফল পেয়েছি। আমরা যতটা আশা করেছিলাম ঠিক ততটাই ভালো ফলাফল পেয়েছি। দক্ষিণ আফ্রিকার ট্রায়ালের ফলাফলও জনগণের প্রত্যাশার চেয়ে বেশি বলে জানান তিনি।

 

জানা যায়, ভারতে নোভাভ্যাক্সের টিকার ট্রায়াল করতে আগ্রহী সেরাম ইনস্টিটিউট। শুক্রবার (২৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। টিকার ট্রায়াল ভারতে চালানোর অনুমতি চেয়ে দেশটির কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে আবেদন করেছে সেরাম ইনস্টিটিউট।

 

সূত্র: বিবিসি
২৯ জানুয়ারি ২০২১
এসএফ/এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী র‍্যাচেল ‍রিভস

আইসিসে যোগদানের সময় ‘বোকা শিশু’ ছিলাম: শামীমা বেগম

অনলাইন ডেস্ক

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৪ জনের মৃত্যু