7.3 C
London
November 18, 2024
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

পবিত্র শবে কদরের রাতে মসজিদ আল হারামে ২৫ লাখ মুসল্লির নামাজ আদায়

পবিত্র শবে কদরের রাতে মক্কার মসজিদ আল হারামে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। তিল ধারণের ঠাঁই ছিল না মক্কার মসজিদ আল হারামে। শুক্রবারের ৫ এপ্রিল রাত ছিল সৌদি আরবে পবিত্র শবে কদরের রাত। এ রাতে মসজিদ আল হারামে নামাজ আদায়ে অংশ নেন ২৫ লাখ মুসল্লি।

২৭ রমজানে জুমাতুল বিদা হওয়ায় সকাল থেকেই মুসল্লিরা মসজিদ আল হারামে উপস্থিত হতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে।

সন্ধ্যার পরই এশার নামাজের পর তারাবির নামাজ শেষে মুসল্লিরা শবে কদরের নামাজ আদায়ে মসগুল হয়ে পড়েন। এ সময় মসজিদ আল হারামের পুরো এলাকা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

সূত্রঃ খালিজ টাইমস

এম.কে
০৭ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

হামাসকে ধ্বংস করতে চাওয়া বাগাড়ম্বর, জিততে পারবে না ইসরায়েল

৩ লাখের বেশি অবৈধ হজযাত্রীকে মক্কা থেকে বের করে দিল সৌদি আরব

কুয়েতে ফের ফ্লাইট বন্ধ, বিপাকে প্রবাসীরা