6.5 C
London
December 19, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

পাকিস্তানকে অর্থনৈতিক মন্দা থেকে রক্ষা করতে এগিয়ে আসতে চায় চায়না বেল্ট

অর্থনৈতিক মন্দা থেকে পাকিস্তানকে উদ্ধারে এগিয়ে এসেছে চীন,ইরান,উজবেকিস্তান। পাকিস্তান তার বৈদেশিক মুদ্রার রিজার্ভে  কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে আছে।
যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে $৬.৫ বিলিয়ন ঋণের পরবর্তী কিস্তি দিতে বিলম্ব করছে তখন চীন এবং ইরান আর্থিক পতন থেকে বেরিয়ে আসতে সংকট-বিধ্বস্ত পাকিস্তানকে সাহায্য করতে এগিয়ে এসেছে।
আরেক তথ্যমতে,২০২৩ সালে চীনে বাণিজ্য ঘাটতি দেখা দিতে পারে। যা চীনের জিডিপি প্রবৃদ্ধির ধারা হ্রাস পেতে পারে এবং উৎপাদন খাতে মুনাফা ও কর্মসংস্থানকে হতাশাগ্রস্ত করতে পারে।
হংকং পোস্টের রিপোর্ট অনুযায়ী বাজারে চীনা প্রবৃদ্ধির বিষয়ে খুব বেশি আশাবাদী হওয়া উচিত নয়। এই বছর ফেব্রুয়ারির প্রাথমিক অর্থনৈতিক তথ্য অনুসারে, চীনের সামগ্রিক প্রবৃদ্ধি এখনও তেমন বাড়ছে না। বিশ্বব্যাপী পণ্য রপ্তানি ও মালবাহী পরিবহনে চায়নার টার্নওভার এই বছর আগের তুলনায় এখনও কম।
সবমিলিয়ে চায়না,ইরান,উজবেকিস্তান কতটুকু সাহায্য পাকিস্তানকে করতে পারবে তা নিয়ে অর্থনীতিবিদরা সন্দিহান।
এম.কে
২৬ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

What does Budget 2021 mean for the housing market?

অনলাইন ডেস্ক

ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ অস্ট্রিয়ায়

যুক্তরাজ্যে হাসপাতালের রোগীদের হোটেলে স্থানান্তর!

অনলাইন ডেস্ক