6.6 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পার্টিগেট কেলেঙ্কারির কারণে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এমপির পদত্যাগ

টোরি এমপি পল হোমস ব্যাখ্যা করেছেন কেন তিনি হোম অফিস থেকে পদত্যাগ করছেন। পার্টিগেট কেলেঙ্কারির কারণে সরকারি পদ ছেড়ে দেওয়া এই টোরি এমপি বলেছেন তিনি ‘যা ঘটছে তাতে হতবাক এবং আতঙ্কিত’।

 

পল হোমস বিবিসিকে বলেন, তিনি ১০ নম্বরে লকডাউন পার্টিগুলোর বিষয়ে স্যু গ্রের তদন্তের ফলাফল নিয়ে ‘প্রচন্ড বিব্রত’ বোধ করেছেন।

 

বরিস জনসনকে গ্রে রিপোর্টে পদত্যাগ করার আহ্বান জানানোর জন্য স্যার বব নিল, একজন প্রাক্তন জুনিয়র মন্ত্রী বলেছেন, এটি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য আচরণের একটি প্যাটার্ন হাইলাইট করেছে’।

 

বুধবার মিস গ্রের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে তিনি প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানানো পঞ্চম এমপি।

 

তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থার চিঠিও জমা দিয়েছেন। বিবিসি প্রায়, ২০ জন টোরি এমপির বিষয়ে জ্ঞাত যারা এখন পর্যন্ত চিঠি জমা দিয়েছে, মি: জনসনের নেতৃত্বে ভোট দিতে বাধ্য করার জন্য প্রয়োজনীয় ৫৪ টির বিপরীতে যদিও সংখ্যাটা কম।

 

এর আগে একটি বিবৃতিতে, মি: হোমস বলেছিলেন যে তিনি স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেলের সংসদীয় ব্যক্তিগত সচিব, এবং একজন মন্ত্রীর সহযোগী হিসাবে পদত্যাগ করেছেন।

 

তিনি আরো বলেন, নির্বাচনী এলাকার জন্য তার কাজ ‘বিষাক্ত সংস্কৃতির দ্বারা কলঙ্কিত হয়েছে, যা ১০ নম্বরে ছড়িয়ে পড়েছে।’

 

২৯ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

মিস আয়ারল্যান্ডখ্যাত প্রিয়তি এবার যুক্তরাজ্যের ‘টপ মডেল ২০২১’ বিজয়ী

অনলাইন ডেস্ক

ইস্টার পর্যন্ত ব্রিটেনের তৃতীয় লকডাউন!

নিউজ ডেস্ক

বাংলাদেশকে নিয়ে বিরোধে জড়ালো ঢাকার মার্কিন ও রুশ দূতাবাস!