1. robin.nasif@live.com : নিউজ ডেস্ক :
  2. farjulcreative@gmail.com : নিউজ ডেস্ক : Farjul Islam
  3. mh2mukul@gmail.com : নিউজ ডেস্ক : M Moinul Hossain
  4. nh.tiash@gmail.com : Nawshad Tiash : Nawshad Tiash
পুলিৎজার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা TV3 BANGLA
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

পুলিৎজার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা

আন্তর্জাতিক
  • মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৭৫

সাংবাদিকতা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পুলিৎজার পেয়েছেন চিত্রশিল্পী ও অলঙ্করণ শিল্পী মার্কিন-বাংলাদেশি ফাহমিদা আজিম। উইঘুর নির্যাতন নিয়ে ইনসাইডার ওয়েবসাইট প্রকাশিত ‘হাউ আই এসকেপড আ চায়নিজ ইন্টার্নমেন্ট ক্যাম্প’ শিরোনামের ইলাস্ট্রেটেড রিপোর্ট-এ অলঙ্করণের জন্য তিনি এ পুরস্কার জিতে নেন।

 

‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি’র জন্য পুলিৎজার বিজয়ী দলের সদস্য হিসেবে ফাহমিদাকে নাম ঘোষণা করেছে ইনসাইডার।

 

ফাহমিদা ছাড়াও বিজয়ী দলে অ্যান্থনি ডেল কোল, জোশ অ্যাডামস ও নিউ ইয়র্কের ইনসাইডারের ওয়াল্ট হিকি রয়েছেন বলে পুলিৎজার কর্তৃপক্ষের ওয়েবসাইটে জানা গেছে।

 

পুলিৎজার পুরস্কারকে সাংবাদিকতা ও প্রকাশনার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে মনে করা হয়।

 

চলতি বছরের শুরুতে ‘সামিরা সুফি’ বইয়ে ইলাস্ট্রেশনের জন্য ‘গোল্ডেন কাইট’ পুরস্কার পান ফাহমিদা। দ্য নিউ ইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট ও ভাইসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন ফাহমিদা।

 

২৩ আগস্ট ২০২২
এনএইচ

Leave a Reply

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…

আর্কাইভ