6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বাজেটে অব্যাহত থাকবে ফারলো স্কিম

যেসব ব্যাবসা প্রতিষ্ঠান করোনার কারণে বন্ধ রাখা হয়েছে অথবা সীমিত শ্রমিক দিয়ে ব্যাবসা পরিচালিত হচ্ছে, যেসব শ্রমিক কাজ করছেন না বা কাজে আসতে পারতেছেন না, সেই সব শ্রমিকদের বেতনের ৮০ শতাংশ সরকার দিচ্ছে এই ফারলো স্কিমে।

 

বিজনেস সেক্রেটারি কোয়াসি কোয়ার্টেং বলেছেন, ফারলো এবং আতিথেয়তা সংস্থাগুলোর শুল্ক ছাড়সহ ব্যবসার সহায়তা অব্যাহত থাকবে ২০২১ সালের বাজেটে।

 

একটি সরকারী সূত্র বিবিসিকে জানিয়েছে, মহামারিতে বিপর্যস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য ইউনিভার্সাল ক্রেডিটে ২০ পাউন্ড প্রতি সপ্তাহের টপ আপের মেয়াদ বাড়ানো হবে বাজেটে।

 

চ্যান্সেলর ঋষি সুনাক বুধবার (৩ মার্চ) বাজেটে তার পরিকল্পনাগুলো পেশ করবেন।

 

ঋষি সুনাক ইংল্যান্ডের যাদুঘর, থিয়েটার এবং গ্যালারীগুলো পুনরায় চালু করতে সাহায্য করার জন্য ৪০৮ মিলিয়ন পাউন্ড সহায়তা করছেন। এছাড়া মহামারিতে বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকা পাবগুলোকে সহায়তা করার জন্য ১৫০ মিলিয়ন পাউন্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

জনসাধারণের অর্থায়নে চাপ কমাতে বর্তমান ১৯ শতাংশ কর্পোরেশন ট্যাক্সকে ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

 

 

সূত্র: বিবিসি
২ মার্চ ২০২১
এসএফ

আরো পড়ুন

দেশে নতুন উচ্চতায় সোনার দাম

বাংলাদেশ সরকারের ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক

সীমান্তে ৩ ইসরায়েলি সেনা, ১ মিশরীয় নিরাপত্তা রক্ষী নিহত