এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারদেম। ভ্যারাইটি লিখেছে, ফিলিস্তিনের সমর্থনে কেফিয়াহ (আরবের স্কার্ফ) পরে এবারের এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় হাজির হন এই অভিনেতা। সে সময় তিনি ‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’ এর পাশে থাকার ঘোষণা দেন।
লাল গালিচায় দাঁড়িয়ে বারদেম বলেন, ‘গাজায় চলমান গণহত্যার নিন্দা জানাতে আমি এখানে এসেছি। আন্তর্জাতিক গণহত্যা গবেষক সমিতির (আইএজিএস) কথা বলছি। যারা এই গণহত্যা নিয়ে নিবিড়ভাবে গবেষণা করছে, তারা এটাকে গণহত্যা বলে ঘোষণা করেছেন। এই গণহত্যা যাতে বন্ধ হয়, সেজন্য আমরা ইসরাইলের ওপর বাণিজ্যিক ও কূটনৈতিক অবরোধ এবং নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছি।’ এ সময় ‘ফিলিস্তিন স্বাধীন হোক’ বলেও আওয়াজ তোলেন বারদেম।
এমি অ্যাওয়ার্ডসের আগের সপ্তাহে ‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’ এর উদ্যোগে এক খোলা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন তিন হাজার ৯০০ চলচ্চিত্রকর্মী। অঙ্গীকারনামায় বলা হয়, ইসরাইলি কোম্পানি বা চলচ্চিত্র কোম্পানির সঙ্গে তারা কাজ করবেন না। এর প্রতিক্রিয়ায় প্যারামাউন্ট স্টুডিও একটি বিবৃতি দিয়ে ইসরাইলি চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিরুদ্ধে যেকোনো বয়কটের নিন্দা জানায়।
এম.কে
২১ সেপ্টেম্বর ২০২৫