7.3 C
London
April 24, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ফ্রান্সে বিদ্যুৎহীন আড়াই লাখ বাড়ি

আটলান্টিক উপকূল থেকে বয়ে আসা ঝড় অরোরির আঘাতে ফ্রান্সের উত্তরাঞ্চলের আড়াই লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি ফ্রান্সের উত্তরাঞ্চলের কিছু অঞ্চলে জলাবদ্ধতার কারনে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। ফ্রান্সের বিদ্যুৎ পরিচালনা কেন্দ্র এনেডিস এ তথ্য জানিয়েছে।

এ ছাড়াও ঝড় অরোরির কারণে ফ্রান্সের রেল ট্রাফিক ব্যবস্থায়ও প্রভাব পড়েছে। স্থানীয় সময় বুধবার বিকালে ঝড়টি আঘাত হানে।

দেশটির যোগাযোগমন্ত্রী জিন-ব্যাপতিস্তি ডিজিবারি এক টুইটে জানিয়েছেন, প্যারিসের চারপাশের ইল ডি ফ্রান্স অঞ্চল, নরমান্ডি, ফ্রান্সের উত্তরাঞ্চল ও লরাইনের পূর্বাঞ্চলে সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ে উপড়ে যাওয়া গাছের ছবি পোস্ট করেছেন অনেকে।

এনেডিস জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে প্রায় তিন হাজার টেকনিশিয়ান কাজ করছেন। ন্যাশনাল রেল কর্তৃপক্ষ (এসএনসিএফ)এর মতে, নরম্যান্ডি এবং শ্যাম্পেন-আর্ডেনেস অঞ্চলের পাশাপাশি প্যারিস অঞ্চলের কিছু কমিউটার রুটে ট্রেন ভ্রমণ ব্যাহত হয়েছে।

 

২২ অক্টোবর ২০২১
এনএইচ

আরো পড়ুন

তাইওয়ান সফর নিয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী প্রশ্নের মুখে

ইতালির পাসপোর্টধারীদের জন্য বড় সুখবর

যেভাবে ক্রিকেট ধ্বংসের পায়তারা করছে আইপিএল