10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

বাংলাদেশসহ ছয় দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র্রের সতর্কতা

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশসহ ছয়টি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করেছে।

 

সিডিসির ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভ্রমণের তালিকায় যুক্ত হওয়া ছয়টি দেশ হলো- বাংলাদেশ, বসনিয়া, হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।

 

করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে সিডিসি। এর মধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ)। বাংলাদেশসহ ওই ছয়টি দেশ লেভেল-৩ এ রয়েছে।

 

বিশ্বের যেসব দেশে গত ২৮ দিনে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১০০ জনের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে রেখেছে সিডিসি। আর লেভেল-৩ ক্যাটাগরিতে সিডিসির তালিকায় ১২০টিরও বেশি দেশের নাম রয়েছে।

 

২৬ জুলাই ২০২২
সূত্র: সিএনএন

আরো পড়ুন

সিটিজেনের মা-বাবা ও ভাই-বোনের ভিসা বন্ধ হচ্ছে!

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসী বাবা-ছেলের পর চলে গেলেন মেয়েও

অনলাইন ডেস্ক

লন্ডনের গ্যারেজের সমান দামে বিক্রি হচ্ছে স্কটিশ দ্বীপ!

নিউজ ডেস্ক