10.4 C
London
November 10, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

বাংলাদেশিদের জন্য ইতালি প্রবেশের নিষেধাজ্ঞা বাড়লো

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ২১ জুন পর্যন্ত। বাংলাদেশের পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কা থেকেও ইতালিতে প্রবেশে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

 

রোববার (৩০ মে) ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র রবার্তো স্পারাঞ্জা এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।

 

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ইতালির নাগরিকদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এপ্রিলের শেষ দিকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। রোববারই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

 

ভারতে গত বছর করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (বি.১.৬১৭) শনাক্ত হয়। এই ভ্যারিয়েন্টকে ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করা হচ্ছে।

 

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সরকারিভাবে বিশ্বের ৫৩টি দেশ ও অঞ্চলে এই ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এছাড়া অনানুষ্ঠানিক সূত্রে আরও সাতটি অঞ্চলে শনাক্ত হয়েছে। ফলে ভ্যারিয়েন্টটি অন্তত ৬০টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

 

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হান্স ক্লুগে জানান, ভারতীয়সহ বেশি সংক্রামক করোনার নতুন ভ্যারিয়েন্টগুলো এখন তার প্রধান উদ্বেগের বিষয়।

 

তিনি বলেন, আমরা জানি যে ব্রিটিশ ভ্যারিয়েন্টের তুলনায় ভারতীয় ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক। ব্রিটিশ ভ্যারিয়েন্ট আগেরগুলোর চেয়ে বেশি সংক্রামক ছিল।

 

৩০ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

কর্মী খুঁজছে এন্টার্কটিকার ‘পেংগুইন পোস্ট অফিস’

যুক্তরাজ্যে ভারী তুষারপাতের সম্ভাবনা

দেশে ডলারের দাম রেকর্ড বৃদ্ধি