14.3 C
London
September 21, 2023
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে কাজ করবে লন্ডন স্টক এক্সচেঞ্জ

বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে লন্ডন স্টক এক্সচেঞ্জ কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

 

রোববার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

 

রেজাউল করিম জানান, রোববার বিকালে কমিশনের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশের শেয়ারবাজারকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় শিগগিরই বাংলাদেশ শেয়ারবাজারের রেগুলেটরদের সঙ্গে মতবিনিময় করবে লন্ডন স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

 

সূত্র: বাংলাট্রিবিউন
১৭ জানুয়ারি ২০২১

আরো পড়ুন

হিথ্রোতে ফ্লাইট ধরতে হেঁটে রওয়ানা দিলো যাত্রীরা

অনলাইন ডেস্ক

কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নিতে পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যে চাকুরীর ক্ষেত্রেও বাড়ছে জাতিগত বৈষম্য